নিউজরাজ্য

স্পেশাল ট্রেনের যাত্রীদের ওঠা নিয়ে ধুন্ধুমার হাওড়া স্টেশন

Advertisement

হাওড়া: কার্যত রণক্ষেত্রে চেহারা নিল হাওড়া স্টেশন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত-আট মাস ধরে চালু হয়নি লোকাল ট্রেন। এর জন্য নিত্য যাত্রীদের নাজেহালের শেষ নেই। যদিও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। আর সেই স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে এই দাবিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা হাওড়া স্টেশন।

যাত্রীদের বক্তব্য, ‘কাজে কলকাতায় এসেছি। ট্রেন চলছে না। ফিরব কীভাবে? তাই স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে।’ এই দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে হাওড়া স্টেশন চত্বরে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, রেল পুলিশকে কার্যত লাঠিচার্জ করে ঘটনা নিয়ন্ত্রণে আনতে হয়েছে।

যাত্রীদের ঢোকার মুখে গেট বন্ধ করে দেওয়া হয় হাওড়া স্টেশনের। তারপরে বিক্ষোভ দেখাতে শুরু করে যাত্রীরা। পুলিশ লাঠিচার্জ করে যাত্রীদের আঘাত করেছে বলেও অভিযোগ এসেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। জিআরপি এবং আরপিএফের হস্তক্ষেপ এদিন ঘটে। কার্যত লোকাল ট্রেন চলছে না, আর তাতেই যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে বলে রেল তরফে জানানো হয়েছে।

Related Articles

Back to top button