মাত্র ৩৮০ টাকায় ভ্রমণ করুন পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে, দেখে নিন ট্রেনের রুট ভাড়া এবং সমস্ত সময় – PATNA – HOWRAH VANDE BHARAT EXPRESS
বন্দে ভারত এক্সপ্রেসটি বিহারের রাজধানী পাটনার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে যুক্ত করে দিয়েছে
বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতাকে এবারে বিহারের রাজধানী পাটনার সঙ্গে যুক্ত। এটি করতে চলেছে দেশের সবথেকে ব্যয়বহুল যাত্রীবাহী ট্রেন। তবে এই সেমি হাই স্পিড ট্রেনে আপনি মাত্র ৩৮০ টাকায় ভ্রমণ করতে পারেন। আপনি যদি পাটনা থেকে এই ট্রেনে কোথাও যেতে চান তাহলে আপনাকে ৩৮০ টাকা টিকিট কাটতে হবে। ৩৮০ টাকা টিকিট দিয়ে আপনি পাটনা থেকে পাটনা সাহেব যেতে পারেন তাও আবার চেয়ার কারে বসে। আপনি যদি পাটনা থেকে পাটনা সাহেব পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসের টিকিট গ্রহণ করেন তাহলে আপনাকে এর জন্য খরচ করতে হবে ৭০৫ টাকা।
এক্সিকিউটিভ ক্লাসে পাটনা থেকে মোকামা যেতে হলে আপনাকে ৫৫০ টাকা দিতে হবে ভাড়া। অন্যদিকে আপনি যদি হাওড়া স্টেশন থেকে এই ট্রেনে চড়েন তাহলে আপনাকে সর্বনিম্ন ভাড়া দিতে হবে ৬০০ টাকা। এই টাকা দিয়ে আপনি চেয়ার কারে দুর্গাপুর যেতে পারবেন হাওড়া থেকে বসে। অন্যদিকে, যদি আপনি এক্সিকিউটিভ ক্লাসের টিকিট নিয়ে দুর্গাপুর পর্যন্ত যেতে চান তাহলে আপনাকে ১১৪৫ টাকা খরচ করতে হবে। এই ট্রেনটি পাটনা থেকে হাওড়া এবং হাওড়া থেকে পাটনা পর্যন্ত প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে দূরত্ব অতিক্রম করবে। সকাল আটটায় এই ট্রেনটি পাটনা থেকে ছাড়বে এবং হাওড়া পৌঁছাবে ২:৩৫ মিনিটে। হঠাৎ পাটনা থেকে হাওড়া যেতে এই ট্রেনের সময় লাগবে মাত্র ৬ ঘন্টা ৩৫ মিনিট। অন্যদিকে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার ট্রেনটি ৬ ঘন্টা ৫০ মিনিটে পাটনা পৌছাবে।
বন্দেভারত এক্সপ্রেস চালানোর ফলে মূলত ব্যবসায়ী শ্রেণীর লোকেরা সব থেকে বেশি উপকৃত হতে চলেছেন। দুর্গাপুর স্টিল প্লান্ট এর আধিকারিকরা কোল ইন্ডিয়ার আধিকারিক এবং ব্যবসায়ীরা উপকৃত হতে চলেছেন। ভারতীয় রেলের এটি একটি বিশ্বমানের ট্রেন এবং যাত্রীদের প্রতিটি সুবিধার যত্ন নেওয়া হবে এই ট্রেনে। দুর্গাপুর এবং আসানসোলের মানুষ এই ট্রেনে করে পাটনা বা কলকাতা যেতে পারবেন খুব সহজে। আসানসোল রানীগঞ্জ এবং দুর্গাপুর হল পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কেন্দ্র। কলকাতা থেকে প্রচুর মানুষ এই সমস্ত জায়গায় যাতায়াত করে থাকেন প্রতিদিন। এমনিতেই এই রুটে ট্রেন একটু কম। সময় অনেকটা বেশি লাগে কলকাতা থেকে দুর্গাপুর পৌঁছাতে। তাই যদি এই রুটে একটা বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে যায় তাহলে খুব সহজে আপনি কলকাতা থেকে দুর্গাপুর এবং আসানসোল চলে আসতে পারেন। এছাড়াও যারা দুর্গাপুর কিংবা আসানসোল ঘুরতে যাচ্ছেন তাদের জন্যও এই ট্রেনটি দারুণ হতে চলেছে।