১ ফেব্রুয়ারী নির্ভয়া ধর্ষণকাণ্ডে চারজন অভিযুক্ত পবন গুপ্তা, বিনয় শর্মা,মুকেশ কুমার, অক্ষয় কুমার সিঙ এর ফাঁসি দেওয়া হবে। এই ঘটনায় অভিযুক্ত পবন গুপ্তা শীর্ষ আদালতের কাছে পিটিশন দাখিল করেছিল কারণ অপরাধের সময় সে নাবালক ছিল। তবে শীর্ষ আদালতে তার আর্জি খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন : মোদী-শাহের পছন্দের লোকই হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
সোমবার সুপ্রিমকোর্ট জানায় এই মামলায় নতুন করে ভাবনা চিন্তার কিছু নেই। বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন বেঞ্চে সেই শুনানি হয় তবে তার আইনজীবী আদালতে দাবি জানান তার মক্কেল অপরাধের সময় নাবালক ছিল এবং হাইকোর্ট সেই পিটিশন ভুল ভাবে খারিজ করে দেয়। যদিও সুপ্রিমকোর্ট জানায় শুনানির সময় অভিযুক্তের নাবালক হওয়ার কোনো দাবি তোলা হয়নি। ১ ফেব্রুয়ারি থেকে যাতে আরও পিছনো হয় ফাঁসির তারিখ সেই আর্জি জানিয়েছিল পবন গুপ্তা।তবে সে আর্জি খারিজ করা হয়েছে।