Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: অক্ষরা সিংয়ের সঙ্গে জমিয়ে রোমান্স করলেন পবন সিং, ১১ কোটির বেশি মানুষ দেখেছেন এই ভিডিও

Updated :  Sunday, April 21, 2024 6:23 PM

আজকাল সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে ভাইরাল হচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির রোমান্সে ভরপুর গানের ভিডিওগুলি। যেখানে কয়েক বছর আগে বিনোদন মানেই ছিল বলিউডের একচ্ছত্র অধিপত্য, সেখানে আজকের দিনে বিনোদনের নতুন মাধ্যম হয়ে উঠেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। বিয়ে বাড়ি হোক কিংবা অন্নপ্রাশন, প্রতিনিয়ত ভোজপুরি গান বাজিয়ে সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে যুবক-যুবতীদের। এক কথায়, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানে উত্তেজনার সাথে বিনোদনের সংমিশ্রণ।

যদি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি, সে ক্ষেত্রে আম্রপালি এবং নিরহুয়ার অনবদ্য রোমান্স সবাইকে মুগ্ধ করেছে। তবে জনপ্রিয় এই জুটিকে বিগত কয়েক বছর ধরে টক্কর দিচ্ছে অক্ষরা সিং এবং পবন সিং। আমরা আপনাদের বলি, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অক্ষরা সিং এমন একজন সাহসী অভিনেত্রী, যিনি তার লাবণ্যময়ী রূপ দিয়ে তো বটেই, সেক্সি ফিগার দিয়ে মুগ্ধ করেছেন লাখ লাখ যুবকদের। তার হট ফিগার এবং খোলাখুলি রোমান্স করার পদ্ধতি দেখে নিয়ন্ত্রণ হারায়নি এমন মানুষ সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া যাবে না।

অন্যদিকে, পাওয়ার স্টার পবন সিং অ্যাকশন ফিল্মের জন্য পরিচিতি লাভ করলেও একাধিক সিনেমায় তাকে রোমান্টিক হয়ে উঠতে দেখা গেছে। বিশেষ করে অক্ষরা সিং, মোনালিসা এবং আম্রপালির মত সেক্সি অভিনেত্রীদের সাথে জমিয়ে রোমান্স করতে দেখা গেছে এই অভিনেতাকে। তিনি অ্যাকশন অভিনেতা হিসেবে যেমন মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি রোমান্টিক অভিনেতা হিসেবেও আলাদা পরিচিতি তৈরি করেছেন।

বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই জুটির একটি রোমান্টিক গানের ভিডিও রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ইউটিউবে। যেখানে তাদেরকে “সত্য” সিনেমার “হামহু জওয়ান বানি” গানে রোমান্টিক হয়ে উঠতে দেখা গেছে। আপনারা জানলে অবাক হবেন, ২০১৭ সালের রিলিজ হওয়া সিনেমাটিতে দুই অভিনেতার রোমান্সে ভরপুর এই গানের ভিডিওটি ইতিমধ্যে ১১ কোটির বেশি মানুষ উপভোগ করেছে। রইল সাহসী ভিডিওর লিংক-