Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: মোনালিসাকে দেখেই নিয়ন্ত্রণ হারালেন পবন সিং, ঝড়ের গতিতে ভাইরাল রোম্যান্টিক ভিডিও

Updated :  Tuesday, May 21, 2024 9:07 PM

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bhojpuri Film) সিনিয়র অভিনেতাদের তালিকা তৈরি করা হলে পবন সিং (Pawan Singh) এর নাম আসবে প্রথম দিকেই। বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে ভোজপুরি সিনেমায় কাজ করছেন তিনি। ইন্ডাস্ট্রির পুরনো থেকে নতুন অধিকাংশ নায়িকার সঙ্গেই অভিনয় করে ফেলেছেন তিনি। কিন্তু পবন সিং এর ক্যারিশ্মা কম হওয়ার নয়। এখনও ভোজপুরি ইন্ডাস্ট্রিকে দায়িত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক পুরনো। আগেও ভোজপুরি সিনেমা এবং গানের চাহিদা একই রকম ছিল আমজনতার মধ্যে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আসর জমানোর জন্য ভোজপুরি গানের জুড়ি মেলা ভার। এই ইন্ডাস্ট্রি থেকে বহু অভিনেতা অভিনেত্রীই জনপ্রিয়তা পেয়েছেন জাতীয় মঞ্চে। আসলে ভোজপুরি ছবি, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওর একটি বড় অংশের নির্দিষ্ট দর্শক রয়েছে। আর এখন যত দিন যাচ্ছে ততই যেন খ্যাতি, উন্মাদনা বেড়ে চলেছে ভোজপুরি কনটেন্ট নিয়ে। বর্তমানে হিন্দি সিনেমার তুলনায় ভোজপুরি ছবি, গান নিয়েই চর্চা বেশি হচ্ছে।

VIDEO: মোনালিসাকে দেখেই নিয়ন্ত্রণ হারালেন পবন সিং, ঝড়ের গতিতে ভাইরাল রোম্যান্টিক ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মাঝে মধ্যেই ভাইরাল হয় ভোজপুরি গান এবং নাচের ভিডিও। প্রতি বছরই বহু সংখ্যক সিনেমা এবং মিউজিক ভিডিও তৈরি হয়ে থাকে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। দর্শক মহলে বহুল জনপ্রিয়তা পায় এই ছবিগুলি। সম্প্রতি পবন সিং এবং মোনালিসার একটি পুরনো মিউজিক ভিডিও নতুন করে উঠে এসেছে চর্চায়।

জিদ্দি আশিক ছবির ‘ওধানিয়া হো জিদ্দি’ গানের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করতে দেখা গিয়েছে পবন সিং এবং মোনালিসাকে। ২০১৯ সালে ইশতর ভোজপুরি নামে ইউটিউব চ্যানেলে ভিডিওটি শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই ২৯ লক্ষ ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। পবন এবং মোনালিসার রসায়ন তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন নেটিজেনরা।