Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: নতুন অভিনেত্রীকে কাছে পেয়ে ছাড়তেই চাইছেন না পবন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ

Updated :  Tuesday, December 12, 2023 7:26 PM

ভোজপুরি সুপারস্টার পবন সিং তার গানের মাধ্যমে সর্বদা আলোচনায় থাকেন। যেহেতু তার প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে তাই কোনও চলচ্চিত্র হোক বা কোনও মিউজিক ভিডিও, যেখানে পবন সিং উপস্থিত হন, সেটা ইতিমধ্যে সুপারহিট হিসাবে বিবেচিত হয়। পবন সিংয়ের প্রচুর ফ্যান ফলোয়িংয়ের কারণে তার একটি ভোজপুরি গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে দেখা যাচ্ছে সম্প্রতি। বর্তমানে আকাঙ্ক্ষা দুবের সঙ্গে তাঁর শেষ গান ‘ইয়ে আরা কাভি নাহারা হি’ ইউটিউবে ঝড় তুলেছে।

গানের ভিডিওটি বিগত কয়েক মধ্যে আঠারো মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং শীঘ্রই আরও বেশি ভিউ অতিক্রম করবে। একই সঙ্গে শোনা যাচ্ছে তার ‘মেরে মারাদ স্যার জি’র কথাও। পবন সিং মেরে মারাদ সাহিব জি-র একটি খুব পুরানো ভোজপুরি গান ভাইরাল হয়েছে। এটি ভোজপুরি সিনেমার অন্যতম হিট গান। বিশেষ বিষয় হল এই গানে পবন সিংকে দেখা যাচ্ছে এক নতুন অভিনেত্রীর সঙ্গে। এই সুপারহিট গানে পাওয়ার স্টারের সঙ্গে দেখা যাবে ভোজপুরি অভিনেত্রী আয়ুশি তিওয়ারিকে। পবন সিং এবং আয়ুশি তিওয়ারির এই গানটি এখন নতুন খুব জনপ্রিয় হয়ে উঠছে। গানটি ইউটিউবে দারুণ হিট হচ্ছে।

‘শের সিং’ ছবির এই গান ‘মেরে মারাদ সাহেব জি’-তে পবন সিংয়ের স্টাইল মানুষের খুব পছন্দ হয়। সম্ভবত এই কারণেই গানটি ইউটিউবে ১০০ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। আরও বেশি ভিউ পাওয়ার কারণ হল পবন সিং এবং আয়ুশির সাহসী রোমান্স, যা মানুষের অনুভূতি বাড়িয়ে তুলছে। গানটি গেয়েছেন পবন সিং ও প্রিয়াঙ্কা সিং এবং গানটি লিখেছেন শ্যাম দেহাতি ও আজাদ সিং। গানটির সংগীত করেছেন শ্যাম-আজাদ। এই গানে পবন সিং ও আয়ুশি তিওয়ারির রসায়ন বেশ জমাটি মনে হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে ভোয়ে গান টি মুক্তি পেয়েছিল কিন্তু মানুষ এখনও এটি দেখছে।