বলিউডবিনোদনভাইরাল & ভিডিও

দিব্যি চলছিল প্রেম, কানাডা যাওয়ার পথে মুখ ভাড় পবনদীপ-অরুণিতার, ভাইরাল ভিডিও

Advertisement

চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বলিউডের জনপ্রিয় চর্চিত জুটি হল পবনদীপ আর অরুনিতা। দুজনেই নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়ে গিয়েছেন পবনদীপ আর দ্বিতীয় স্থান দখল করেছে বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন শো আর কনসার্টে। আর দিন যত যাচ্ছে দুজনের কেমিস্ট্রি পেজ থ্রিয়ের হট টপিক হয়ে উঠেছে। আর দুজন নিজেদের গান দিয়ে আরো জমজমাট আসর বসাচ্ছে।

এই জুটির রোম্যান্স আর সুরের জাদু ভারতে সীমাবদ্ধ নেই। এদের দুজনের গানের জাদু ছড়িয়ে পড়েছে সুদুর লন্ডনে। কিছুদিন আগে লন্ডনের একটি কনসার্টে জুটি বেঁধে গান গাইলেন তাঁরা। ‘চেন্নাই এক্সপ্রেস’এর ‘মনওয়া লাগে’ গানটি একসঙ্গে গাইলেন পবনদীপ অরুণিতা। শ্রোতাদের মাঝে তখন উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। এমনকি একের পর মিউজিক অ্যালবামে জুটি হিসেবে গান গেয়ে তাক লাগাচ্ছেন। শোনা যাচ্ছে, এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা নাকি চুপিচুপি একে অপরকে ডেট করছেন। আর দর্শকদের চোখে এঁরা হলে অরুদীপ।

সম্প্রতি অরুদীপের ফ্যান পেজ থেকে শোনা যাচ্ছিল, অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ রাজন কানাডা ট্যুরে যাচ্ছেন। এই বৃহস্পতিবার মুম্বই এয়ারপোর্টে দেখা মিলল এই জুটিকে একসাথে। চ তবে তাঁরা একা নন, এই ট্যুরেও অরুদীপের সাথে ছিলেন মহম্মদ দানিশ ও সাইলি কাম্বলে। অর্থাৎ, ইন্ডিয়ান আইডলের টপ ৪ আবার বিদেশের মাটিতে ভারতের নাম উজ্জ্বল করতে একত্রে যাত্রা করছেন।
এদিন এয়ারপোর্ট থেকে নিজেদের ছবি ফ্রেমবন্দী করে শেয়ার করেছেন অরুণিতা নিজের সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Arunita Kanjilal (@arunitakanjilal)

এমনকি কিছু ফ্যানপেজ থেকেও শেয়ার করা হয়েছে ছবি-ভিডিয়ো। তবে এই ছবি আর ভিডিয়োতে পবনদীপের মনে হাসি নেই। তাই এই ছবি দেখে মনে প্রশ্ন জেগেছে কারও কারও সর্বদা একগাল হেসে ছবি তোলা ছেলেটার এ কী হল? একজন জিজ্ঞাসাও করে ফেলেছেন, ‘ভাই কি হয়েছে? বউদি কিছু বলল নাকি?’ আবার একজন বলে উঠলেন দুজনের কি ঝগড়া হয়েছে? অবশ্য এর উত্তর মেলেনি। কারণ একজনের মন খারাপ হলে এই প্রশ্ন তো উঠেছে। সে যাই হোক তবে জুটিতে এই ছবিও ভাইরাল।

Related Articles

Back to top button