বর্তমান যুগে ব্যস্ততার মাঝে মানুষের হাতে সময় খুব কম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হলে গিয়ে সিনেমা দেখার সময় সর্বদা থাকে না সাধারণদের কাছে। আর সেই জন্যই বর্তমান প্রজন্ম ক্রমাগত ঝুঁকছে ওয়েব সিরিজের দিকে। বাড়িতে বসে নিজেদের অবসরে আরাম করে নিজেদের ফোনে কিংবা টিভিতে সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখতেই পছন্দ করছেন তারা। বলাই বাহুল্য, লকডাউনের পরবর্তী সময় থেকে এই মুহূর্তে ওবেব প্ল্যাটফর্মগুলির দর্শক সংখ্যা বেড়ে গিয়েছে অনেকগুণ। আর সেক্ষেত্রে নিজেদের দর্শকদের মন রাখতে ওয়েব প্ল্যাটফর্মগুলিও একের পর এক বোল্ড ওয়েব সিরিজ নিয়ে আসছে। সেইসমস্ত প্লাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম।
খুব সম্প্রতি ‘উল্লু’তে মুক্তি পেয়েছে নতুন বোল্ড ওয়েব সিরিজ ‘সিক্রেটলি’। এই সিরিজের ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে একটা আলাদা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মাঝে সেই উত্তেজনা বেড়ে গিয়েছে দ্বিগুণ। বেশিরভাগের মতেই, এই সিরিজ ভুলেও চালানো উচিৎ নয় বাড়ির বড়দের সামনে। রইল ঝলক।
এই সিরিজের গল্পটি এক বিবাহিত মহিলাকে কেন্দ্র করে। যিনি বিয়ের পর স্বামীর কাছ থেকে না মানসিকভাবে আর না শারীরিকভাবে কোনো শান্তিই পাচ্ছিলেন না। কাপড়ের ব্যবসা নিয়েই দিনরাত ব্যস্ত থাকতেন তিনি। আর এই কারণবশতই ঐ মহিলা নিজের মানসিক ও শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষ খুঁজতে থাকে। এর মাঝেই একটি অফিসে সেক্রেটারির পদে কাজ পান তিনি। এরপরেই অফিসের বসের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন ঐ মহিলা। দামী দামী উপহারও পেতে থাকেন তিনি। এই পুরো ব্যাপারটায় বেশ মজাই পাচ্ছিলেন তিনি। তবে হঠাৎ একদিন তার স্বামী সবটা জেনে যাওয়ায় গল্পের মোড় ঘুরে যায়। এরপর কি হলো! তা জানতে গেলে নজর রাখতে হবে ‘উল্লু’তে। উল্লেখ্য, এই সিজনের প্রথম পার্ট মুক্তি পেয়েছে ১০’ই মার্চ। পরবর্তী পার্ট মুক্তি পেতে চলেছে আগামী ১৭’ই মার্চ। বলাই বাহুল্য, এই সিরিজ মুক্তি পাওয়ার পর থেকেই পর্দায় পায়েল পাতিলের বোল্ড অবতার নিয়ে কথা চলছে। উল্লেখ্য, তিনিই এই সিরিজে সেক্রেটারির চরিত্রে অর্থাৎ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside