Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সবুজ খোলা মাঠে ‘সাত সমুন্দর পার’ গানে অসাধারণ নাচ এই সুন্দরীর, দেখলে আপনিও প্রশংসা করবেন

1992 সালের 24 শে জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘বিশ্বাত্মা’। তারকাখচিত এই মুভিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ (Nasiruddin Shah), সানি দেওল (Sunny Deol), চাঙ্কি পান্ডে (Chunky Pandey), দিব্যা ভারতী (Divya Bharti), সোনম…

Avatar

1992 সালের 24 শে জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘বিশ্বাত্মা’। তারকাখচিত এই মুভিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ (Nasiruddin Shah), সানি দেওল (Sunny Deol), চাঙ্কি পান্ডে (Chunky Pandey), দিব্যা ভারতী (Divya Bharti), সোনম (Sonam)। এই ফিল্মের গান ‘সাত সমুন্দর পার’ সুপারহিট হয়েছিল। দিব্যা ভারতীর উপর পিকচারাইজ এই গান আজও নস্টালজিক। নব্বইয়ের দশক জুড়েই নয়, একবিংশ শতকেও এই গান সকলের পছন্দের। 2022 সালের 22 শে জুন ‘ডান্স উইথ রাজ’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ‘সাত সমুন্দর পার’-এর কভার ডান্স ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ডান্স পারফরম্যান্সটি করেছেন পায়েল (Payel)। এখনও অবধি এই ডান্স কভারটির ভিউ অতিক্রম করেছে দশ লক্ষের কিছু বেশি। নৈসর্গিক প্রকৃতির মাঝে সবুজ মাঠে ডান্স পারফরম্যান্স করেছেন পায়েল। তাঁর পরনে রয়েছে গোলাপি রঙের প্রিন্টেড ফ্রক ও কালো রঙের জ্যাকেট। হালকা মেকআপ করেছেন পায়েল। কালো কাজলে ভরেছে তাঁর দুই চোখ। লাল রঙের লিপস্টিকে পায়েল রাঙিয়েছেন ঠোঁট। দুই কানে রয়েছে মানানসই জাঙ্ক ইয়ারিং। চুলে বাঁধা রয়েছে হালকা পনিটেল। পায়ে রয়েছে সাদা স্নিকার্স। প্রথমে ক্যামেরার দিকে পিছন ফিরে ডান্স পারফরম্যান্স শুরু করেন পায়েল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পায়েলের নৃত্যশৈলীতে রয়েছে বলিউডের মিশেল। তবে দিব্যা ভারতীর নাচের সাথে পায়েলের তুলনা চলে না। দিব্যার নাচে ছিল ভরপুর এক্সপ্রেশন। কিন্তু পায়েলের নাচে তা যেন কিছুটা মিসিং। দিব্যার নাচের স্টেপ অনুসরণ করেছেন পায়েল। কিন্তু বারবার হয়েছে পায়েলের ডান্স স্টেপের রিপিটেশন। নাচে অবশ্য অসাধারণ কিছুই নেই। তবে পায়েলকে বোধহয় অনেকটাই বেশি রিহার্সাল করতে হত।কারণ এই গানটি দর্শকদের হৃদয়ের সাথে এখনও জুড়ে রয়েছে।

About Author