এসবিআই গ্রাহকদের জন্য আরও একটি সুখবর শোনাল ব্যাংক কর্তৃপক্ষ। এবার থেকে বিনা কার্ডেই করা যাবে অনায়াসে করা যাবে পেমেন্ট। এসবিআই কার্ড পে নামে এক ফিচারের সাহায্যে কোন দোকানে কেনাকাটার পর সোয়াইপ মেশিনে বিনা কার্ডে পেমেন্ট করা যাবে। নিজের মোবাইল ট্যাপ করে করা যাবে পেমেন্ট।
এক্ষেত্রে কোন পিন দেওয়ারও প্রয়োজন পড়বে না। হোস্ট কার্ড এমুলেশন প্রযুক্তির উপর ভিত্তি করে এই এসবিআই কার্ড পে ফিচারটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। যেকোন অ্যান্ড্রোয়েড ফোনে এই ফিচারটি ব্যবহার করা যাবে। এর জন্য শুধুমাত্র একবার এসবিআই কার্ড মোবাইল অ্যাপের নতুন ভার্সন রেজিস্টার করতে হবে। তারপর আর কার্ড ব্যবহার করতে হবে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowহোস্ট কার্ড এমুলেশন-এর ক্ষেত্রে সাধারণত একবারে ২০০০ টাকা ও সারাদিনে ১০০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। তবে এসবিআই-এর এরূপ কোন লিমিটেশন রাখা হয়নি। গ্রাহকরা তাদের সুবিধা মতো ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।