ব্যাংক থেকে পেতে বহু ঝক্কি পোহাতে হয় সাধারণ জনতাকে। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা করার পরও ঋণ মেলেনা গ্যারেন্টারের অভাবে। আবার অনেক সময় দেখা যায় ঋণ দিয়েও সমস্যায় পড়তে হয় বিভিন্ন ব্যাংককে। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো পেটিএম। ব্যাংক ও গ্রাহক উভয়ের সহায়তায় এগিয়ে এই সংস্থাটি।
গ্রাহকদের ঋণের জন্য গ্যারান্টি দেবে এই সংস্থা। অর্থাৎ, গ্রাহক সৎ কিনা, গ্রাহক আদৌও ঋণ মেটাবেন কিনা এই সব ব্যাপারে গ্যারান্টি দেবে পেটিএম। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন পেটিএম-এর সিইও হরিন্দর তাখর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপেটিএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজের জন্য একটি বিশেষ অ্যালগারিদমের সাহায্য নেবে সংস্থাটি। সেই বিশেষ অ্যালগারিদমটি গ্রাহকের বেশ কিছু বিষয়ের হিসেব রাখবে, যার সাহায্যে প্রত্যেক গ্রাহকের একটি ‘ক্রেডিবিলিটি স্কোর’ তৈরী করবে পেটিএম। এই স্কোরের উপর ভিত্তি করে মিলতে পারে ব্যাংক ঋণ।
সূত্রের খবর, গ্রাহকেরা ক্রেডিট কার্ডের বিল সময় মতো মেটাচ্ছেন কিনা, কোন কোন গ্রাহক সময় পেরিয়ে যাওয়ার পর বিল মেটাচ্ছেন, কারা এককালীন বিল মেটাচ্ছেন তার উপর নির্ভর করেই এই স্কোর তৈরী করবে সংস্থাটি। এই কাজে সংস্থাটিকে সাহায্য করবে ওই বিশেষ অ্যালগারিদমটি।