শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ, দিল্লির সহিংসতার বিষয়ে টুইট প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সফর নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে দিল্লির পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য করে উঠতে পারেননি। অবশেষে তিনি দিল্লিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার কোথা উল্লেখ করে দুটি…

Avatar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সফর নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে দিল্লির পরিস্থিতি নিয়ে কোন মন্তব্য করে উঠতে পারেননি। অবশেষে তিনি দিল্লিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার কোথা উল্লেখ করে দুটি টুইট করেছেন। প্রথম টুইটে তিনি বলেছেন, ” শান্তি এবং ঐকতান বজায় রাখা আমাদের প্রধান কাজ। আমি দিল্লির সমস্ত ভাই ও বোনদের শান্তি ও ভ্রাতিত বজায় রাখার জন্য বলছি। আগের মত শান্তি ফিরিয়ে আনা হোক। “

পরের টুইটে তিনি লেখেন যে পুলিশ ও অন্যান্য এজেন্সি শান্তি বজায় রাখার জন্য কাজ করছে। দিল্লির পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর তার কাছে এসেছে। সোমবার থেকে শুরু হওয়া এই হিংসার পরিস্থিতি নিয়ে এত ঘণ্টা পর প্রধানমন্ত্রীর টুইট নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আরও পড়ুন : ‘দিল্লীর পরিস্থিতি সামাল দিতে দ্রুত সেনা নামানো প্রয়োজন’, অমিত শাহকে চিঠি কেজরিওয়ালের

সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট পুলিশের কাজ নিয়ে সন্তুষ্ট নন এটা তারা জানিয়েছেন। এই পরিস্থিতির জন্য সনিয়া গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন। তিনি শাহ -র পদত্যাগের ও দাবী করেছেন। এমনকি কংগ্রেস দিল্লির মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নিয়েও মন্তব্য করেছেন। দিল্লির শান্তি ফিরে আসুক তারা সেটাই চায় , একথাও কংগ্রেস নেত্রী জানিয়েছেন। উল্লেখ্য, দিল্লির হিংসায় মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর সূত্র মারফত পাওয়া গেছে।