Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কিংবদন্তি এসপি বালাসুব্রমনিয়মের গান গেয়ে তাক লাগালেন কপিল শর্মা, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, October 6, 2020 9:31 AM

‘পেহেলা পেহেলা পেয়ার হে’ গান দিয়ে শো শুরু করলেন মোস্ট পপুলার কমেডিয়ান কপিল শর্মা। নিজের গলায় এই গান গাইলেন কপিল শর্মা। গত মাসের ২৫ তারিখ পরলোক গমন করেছিলেন সুরলোকের কিংবদন্তি এসপি বালাসুব্রমনিয়ম।তাঁকে শ্রদ্ধা জানাতে কপিল শর্মার এই দুর্দান্ত প্রয়াস। শো শুরু হওয়ার আগেই প্রায় সবাইকে চমকে দিয়ে সুর ধরলেন তিনি।

চেন্নাইয়ের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন শিল্পী এসপি বালাসুব্রমনিয়ম। সেখানকার এমার্জেন্সি ইউনিটে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৫ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি জন্মসূত্রেই শুধু দক্ষিনি শিল্পী ছিলেন। কিন্তু তাঁর ব্যাপ্তি ছিল সারা ভারতে। বলিউডে একের পর এক হিন্দি গানের ডালি উপহার দিয়েছেন এসপি বালাসুব্রমনিয়ম। তাই জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাও শ্রদ্ধা জানালেন এই প্রবাদপ্রতিম শিল্পীকে ।