Rachna Tiwari Dance: রচনা তিওয়ারির স্টাইল দেখে মানুষ পাগল, বিশ্বাস না হলে ভিডিওটি দেখুন

রচনা তিওয়ারি হরিয়ানভি জগতের সবথেকে বড় কয়েকজন তারকাদের মধ্যে একজন হয়ে উঠেছেন সম্প্রতি। তার নাচের কয়েকটি ভিডিও আজকাল সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি নানা রকম গানের উপরে…

Avatar

রচনা তিওয়ারি হরিয়ানভি জগতের সবথেকে বড় কয়েকজন তারকাদের মধ্যে একজন হয়ে উঠেছেন সম্প্রতি। তার নাচের কয়েকটি ভিডিও আজকাল সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি নানা রকম গানের উপরে দারুনভাবে নাচ করছেন। একটা সময় পর্যন্ত এই হরিয়ানভি গানের জগতের সবথেকে বড় তারকা ছিলেন স্বপ্না চৌধুরী। তাকে দেখেই বলতে গেলে রচনার এই শিল্পে আসা। তবে, আজকের দিনে তিনি স্বপ্নার থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন এই জগতে।

সম্প্রতি তার একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি জনপ্রিয় গান তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত গানের সাথে ঠুমকা লাগিয়েছেন। এই গানের ভিডিওতে তাকে দেখা যাচ্ছে একটি বেগুনি রঙের সালোয়ার কামিজ পরে দারুন নাচ করতে। রচনা তিওয়ারি মঞ্চে তার হট অভিনয় দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। তার এই অ্যাক্ট দেখে মানুষ রীতিমতো পাগলপারা।

‘শাল তলে বেলা ডুবিল’, প্রকৃতির মাঝে সুন্দর সাঝে দুর্দান্ত নাচ যুবতীর, VIDEO

মঞ্চে এহেন পারফরমেন্স সকলের নজর কেড়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ মানুষ রচনা তিওয়ারীর নাচের এই ভিডিওটি দেখেছে। এই ভিডিওটি এখন ট্রেন্ডিং তালিকায় এসেছে এবং মানুষ এটিকে অনেক পছন্দ করছে। হরিয়ানায় তার একটা আলাদা ক্রেজ রয়েছে। এই ক্রেজের কারণে অনেকেই তাকে বিভিন্ন শোয়ের পারফরমেন্স করার জন্য ডাকেন। আর সব জায়গাতেই তাকে নিয়ে এরকমই আবেগাপ্লুত মানুষজন। দেখে নিন এই ভিডিওটি