Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহালয়ার দিন দক্ষিণেশ্বরে করা যাবে না তর্পণ, জানালেন মন্দির কর্তৃপক্ষ

কলকাতাঃ প্রতি বারের মতন কোনো কিছুই আর স্বাভাবিক নেই এই বছর। পুজোর আর মাত্র এক মাস বাকি। কিন্তু করোনা আবহে তা বোঝার উপায় নেই। তাই দুর্গা পুজোর আগে এবার মহালয়াতেও…

Avatar

কলকাতাঃ প্রতি বারের মতন কোনো কিছুই আর স্বাভাবিক নেই এই বছর। পুজোর আর মাত্র এক মাস বাকি। কিন্তু করোনা আবহে তা বোঝার উপায় নেই। তাই দুর্গা পুজোর আগে এবার মহালয়াতেও দক্ষিণেশ্বরে আর করা যাবে না তর্পণ। এমনকি করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে মহালয়ার দিন বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির এবং দক্ষিণেশ্বর ঘাট। প্রতি বছরের মতন এবছরও মহালয়ার দিন মন্দির খোলা থাকলে যে বিপুল ভিড় হতো তাতে আরোই বেড়ে যেতো করোনা সংক্রমণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও তর্পণ করতে আসা অগুন্তি মানুষের গঙ্গায় স্নান করা থেকে ছড়াতো করোনা ভাইরাস। তবে ভক্তদের কথা মাথায় রেখে বিকেল ৩.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। সেক্ষেত্রে একটু হলেও কমবে বাঙালীর আক্ষেপ। কিন্তু তাই বলে আপাতত এ বছরের মতন বন্ধ থাকছে তর্পণ।

প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। দেশের কয়েকটি রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। কারণ প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার। গত এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৫৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ০৪৩ জন।  রাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২৮ জনের। এর মধ্যেঙ্গত এক দিনে মারা গিয়েছেন ৫৭ জন। তাই সব কিছু মাথায় রেখে নতুন সিদ্ধান্ত মন্দির কমিটির।

About Author