Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Petrol Price: লক্ষ্মীবারে পেট্রোল-ডিজেলের দামে বৃদ্ধি, জানুন কলকাতায় কততে বিকোচ্ছে জ্বালানি তেল

Updated :  Thursday, May 16, 2024 4:46 PM

প্রতিদিন সকালেই জ্বালানি তেলের (Petrol Price) দাম আপডেট করে দেওয়া হয়। প্রতিদিন সকাল ৬ টা নাগাদ বিভিন্ন জ্বালানি তেলের সংস্থাগুলির তরফে পেট্রোল এবং ডিজেলের দাম আপডেট করা হয়। গোটা দেশের বিচারে পেট্রোল এবং ডিজেলের দামে কোনও তারতম্য না দেখা গেলেও কয়েকটি শহরে জ্বালানির দামে ফারাক দেখা গিয়েছে। কোনো কোনো শহরে দাম কিছুটা বেড়েছে, কোথাও আবার দাম কিছুটা কমতেও দেখা গিয়েছে। এদিন কোথায় কত তে বিকোচ্ছে পেট্রোল ডিজেল?

কলকাতায় বরাবরের মতোই চড়া দাম রয়েছে পেট্রোলের। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১০৩.৯৪ টাকা। আর ডিজেলের দাম রয়েছে ৯০.৭৬ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম দেশের মধ্যে সবথেকে চড়া। বাণিজ্য নগরীতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের দাম ৯২.১৫ টাকা। উল্লেখ্য, ১৪ মার্চের আগে পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি আরো ২ টাকা করে বেশি ছিল।

নয়া দিল্লিতে মেট্রো শহরগুলির মধ্যে জ্বালানির দাম রয়েছে তুলনামূলক কম। নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের দাম রয়েছে ৯০.৭৬ টাকা। চেন্নাইতে পেট্রোল বিকোচ্ছে লিটার প্রতি ১০০.৭৬ টাকায় এবং ডিজেলের দাম এই শহরে ৯২.৩৫ টাকা। নয়ডাতেও সামান্য বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম। বৃহস্পতিবার এই শহরে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৫.০১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৯৬ টাকা।

উল্লেখ্য, ভারত যেহেতু বহুল পরিমাণে তেল আমদানি করে, তাই এ দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। বিশ্ব বাজারে যদি অপরিশোধিত তেলের দাম বাড়ে তাহলে দেশেও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে থাকে পাল্লা দিয়ে। উল্লেখ্য ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP এর সঙ্গে সিটি কোড লিখে 9224992249 নম্বরে পাঠালে ফোনেই পেয়ে যাবেন জ্বালানির দাম। অন্যদিকে BPCL গ্রাহকদের ক্ষেত্রে নম্বরটি হল 9223112222।