Today Trending Newsকলকাতাদেশনিউজ

১১ দিন পার! আবারও বাড়ল তেলের দাম

Advertisement

কলকাতা: টানা ১১ দিন! আবার  বাড়ল তেলের দাম। এই নিয়ে টানা ১১ দিন। দেশের কোন কোন রাজ্যে তেলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। আর এই দাম বৃদ্ধির ফলে আজ, শুক্রবার (Friday) কলকাতায় (Kolkata) দাম হয়েছে  ৯১ টাকা ৩৯ পয়সা। যা আগের দিনের তুলনায় ৩ পয়সা বেশি। অপরদিকে, অনেকটা বেড়েছে ডিজেলের (Diesel) দাম। আগের দিনের তুলনায় ৩৩ পয়সা বেশি হয়ে কলকাতায় ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ৮৪ টাকা ১৭ পয়সা দরে।

রাজধানীতে লিটার প্রতি তেলে মূল্যবৃদ্ধি হয়েছে ৩১ পয়সা। এখন সেখানে তেলের দাম দাম ৯০ টাকা ২৩ পয়সা। ডিজেল ৩৩ পয়সা বেড়ে হয়েছে ৮০ টাকা ৬৪ পয়সা। শিল্প নগরী মুম্বাইতে দাম ৯৬.৬ টাকা পেট্রোল আর ডিজেল এর দাম ৮৭ টাকা ৬৫ পয়সা। বিরোধীরা পেট্রোল-ডিজেলের দর নিয়ে রাস্তায় প্রতিবাদে নামলেও তাতে খুব একটা কাজ হচ্ছে না।

দিনের পর দিন মহার্ঘ্য হচ্ছে জ্বালানি। ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। অন্যদিকে জ্বালানির খরচ বেড়ে ট্রান্সপোর্টে খরচ বেশি লাগ্লে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও খুব শিগগিরি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর আমাদের রাজ্যে এই জ্বালানী তেল ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এবার কাল থেকে প্রতিবাদে সরব হয়ে রাজপথে নামবে তৃণমূল। তবে এই বৃদ্ধি কিন্তু আন্তজাতিক বাজারে দাম বারার জন্য নয় । এই বৃদ্ধি কেন্দ্র ও রাজ্যের ট্যাক্স  বারার ফল।

Related Articles

Back to top button