মাত্র ৬ হাজার টাকায় পেট্রোল+ ইলেকট্রিক হাইব্রিড স্কুটার নিয়ে আসুন বাড়িতে, পাবেন দুর্দান্ত ফিচার
এই নতুন ইলেকট্রিক স্কুটারটি আপনি খুব সহজেই কিনে নিতে পারবেন
ভারতের অনেক কোম্পানি নতুন নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে শুরু করেছে এখনকার দিনে। এর মধ্যে অন্যতম একটি ইলেকট্রিক স্কুটারের কোম্পানি হল yamaha। কোম্পানিটি সম্প্রতি একটি হাইব্রিড স্কুটার বাজারে নিয়ে আসতে চলেছে। এটি হতে চলেছে একটি নতুন ইলেকট্রিক স্কুটার যা পেট্রোল এবং ইলেকট্রিক দুই ভাবেই চলতে পারে। নতুন ইলেকট্রিক স্কুটার টি দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং বেশ সুন্দর। এই ইলেকট্রিক স্কুটার পেট্রোল এবং ইলেকট্রিক উভয়শক্তিতে চলবে এবং সেই কারণে আপনার অনেক টাকা সাশ্রয় হতে পারে। তার পাশাপাশি এই বৈদ্যুতিক স্কুটারে আপনি একটা লম্বা দূরত্ব কভার করতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটার কিনলে আপনার ভ্রমণে কোন সমস্যা হবে না। যদি পথে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে আপনি পেট্রোরে করে এই ইলেকট্রিক স্কুটার চালাতে পারেন। এর ফলে বিদ্যুৎ শেষ হয়ে যাওয়ার কারণে স্কুটার আটকে যাওয়ার কোন সমস্যা নেই।
আমরা যে ইলেকট্রিক স্কুটারের কথা বলছি সেটি হল ইয়ামাহা কোম্পানির YAMAHA FASCINO 125 Hybrid স্কুটার। এই ইলেকট্রিক কোটাটি হলো এই কোম্পানির প্রথম ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারে আপনি দারুন ব্যাটারি বৈদ্যুতিক মোটর এবং পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। এই নতুন ইলেকট্রিক স্কুটার আপনাকে দুর্দান্ত রেঞ্জ দিতে পারবে যার মাধ্যমে আপনি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারবেন। এই নতুন ইলেকট্রিক স্কুটারে আপনি ১২৫ সিসি ইঞ্জিন পেয়ে যাবেন। এই নতুন ইলেকট্রিক স্কুটারটি আপনাকে ৮.০৪ BHP শক্তি দিতে পারে। এক লিটারে কমপক্ষে ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ আপনি পেয়ে যাবেন এই হাইব্রিড স্কুটারের পেট্রোল অপশনে চালালে।
এই হাইব্রিড স্কুটারটি একটি সাধারণ পেট্রোল স্কুটারের মতো এবং একটি বৈদ্যুতিক স্কুটারের মতো একসাথে কাজ করতে পারে। এই স্কুটারে কোম্পানি অনেকগুলি উন্নত ফিচার দিয়েছে। তার পাশাপাশি এখানে বেশ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই স্কুটারে আপনি পেয়ে যাবেন উন্নত ব্লুটুথ কানেকশন। এছাড়াও, যদি আপনি এই নতুন স্কুটার এর স্ট্যান্ড না তোলেন তাহলে কিন্তু এই স্কুটার চালু হবে না। ফলে আপনার রাস্তায় পড়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই।