দেশনিউজ

প্রতীক্ষার অবসান, শীঘ্রই পেট্রোল-ডিজেলের দাম হুড়মুড়িয়ে কমতে চলেছে

Advertisement
Advertisement

কেন্দ্রে ফের একবার গঠিত হয়েছে বিজেপি সরকার। এদিকে ক্ষমতায় আসতেই বিরাট বড় চমক দিতে চলেছে সরকার বলে মোমে হচ্ছে। আর এই চমক পেট্রোল ও ডিজেলের দামে থাকবে বলে খবর। পেট্রোল-ডিজেলের দাম নিয়ে সকলেই কমবেশি আলোচনা করেন। এমনিতে তেলের আকাশছোঁয়া দাম মানুষের পারিবারিক বাজেট অনেকটাই নষ্ট করে দেয় । পেট্রোল-ডিজেলের দাম সাধারণ মানুষের উপর মুদ্রাস্ফীতির চাপ বাড়ালেও এমনও হতে পারে যে আগামী দিনে পেট্রোল-ডিজেলের দাম বড়সড় পতন হবে।

Advertisement
Advertisement

বস্তুত, পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। যদি বিষয়টি তৈরি হয় এবং পেট্রোল ও ডিজেল জিএসটির আওতায় আসে, তাহলে তেলের দাম লিটারে ২০ টাকা পর্যন্ত বড় পতন হতে পারে। দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা প্রতি লিটারে এবং ডিজেলের দাম ৭৫ টাকা প্রতি লিটারে পৌঁছতে পারে।

Advertisement

Advertisement
Advertisement

মোদী সরকারের তৃতীয় মেয়াদের জিএসটি কাউন্সিলের প্রথম বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার বিষয়ে বড় দাবি করেছিলেন সম্প্রতি। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনতে প্রস্তুত এবং এখন রাজ্যগুলিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি সরকারের মধ্যে কোনও চুক্তি হয় এবং পেট্রোল ও ডিজেল জিএসটির আওতায় আসে তবে তার দাম সরাসরি ২০ টাকা পর্যন্ত কমানো যেতে পারে।

পেট্রোল ও ডিজেলের দামের উপর কেন্দ্রীয় সরকার আবগারি শুল্ক আদায় করে। যদিও রাজ্য সরকার এর উপর ভ্যাট চার্জ করে। এ ছাড়া তেলের ভিত্তিমূল্যের ওপর পরিবহন খরচ ও ডিলার কমিশন ধার্য করা হয়।  দিল্লি অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ৫৫.৪৬ টাকা, মালবাহী প্রতি লিটার ০.২২ টাকা, আবগারি শুল্ক প্রতি লিটার ৩.৭৭ টাকা, ডিলার কমিশন, ১৫.৩৯ টাকা প্রতি লিটার।  একইভাবে ডিজেলের বেস প্রাইস প্রতি লিটারে ৫৬.২০ টাকা, ফ্রেইট প্রতি লিটারে ০.২২ টাকা, আবগারি শুল্ক প্রতি লিটার ১৫.৮০ টাকা, ডিলার কমিশন প্রতি লিটার ১২.৮২ টাকা এবং লিটার প্রতি ৮৭.৬২ টাকা।  রাজ্যগুলির মতে পেট্রোল এবং ডিজেলের উপর করের তারতম্য রয়েছে।  এইভাবে ৫৫.৪৬ টাকার পেট্রোল আপনার কাছে পৌঁছায় ৯৪.৭২ টাকা প্রতি লিটার।

জিএসটির ২৮ শতাংশ স্ল্যাবের মধ্যে পেট্রোল-ডিজেল রাখলেও খুব সস্তায় তেল পাওয়া যাবে। বেস প্রাইস এবং ফ্রেইট প্রতি লিটারে ৫৫.৬৬ টাকা প্লাস ২৮ শতাংশ জিএসটি, ৩.৭৭ টাকা ডিলার কমিশন এবং প্রতি লিটারে ৭৫.০১ টাকা গণনা করুন।  অর্থাৎ, বর্তমান দাম থেকে আপনি প্রায় ২০ টাকা সস্তায় পেট্রোল এবং ডিজেল পাবেন। এটি জিএসটির সর্বোচ্চ স্ল্যাব ২৮ শতাংশ।

সরকার যদি পেট্রোল-ডিজেলকে সর্বোচ্চ জিএসটি স্ল্যাবের মধ্যে রাখে, তাহলে আপনিও লাভবান হবেন।  শুধু তাই নয়, পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার চুক্তি হলে সারা দেশে পেট্রোল ও ডিজেলের অভিন্ন দাম থাকবে। তবে জিএসটির আওতায় এলে সরকারের কর আয় কমে যেতে পারে।

Advertisement

Related Articles

Back to top button