Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Petrol diesel price: বড়ো সুখবর, দাম কমবে পেট্রোল-ডিজেলের, তেল কোম্পানিগুলি কবে করবে ঘোষণা?

Updated :  Friday, June 23, 2023 6:51 PM

পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে আপনি যদি চিন্তিত থাকেন তবে অবশ্যই আপনারা এই খবরে খুশি হবেন। এক বছরেরও বেশি সময় ধরে পেট্রোল এবং ডিজেলের দামে তেমন কোন পরিবর্তন হয়নি এবং প্রায় একই দামে পেট্রোল এবং ডিজেল এখনো পাওয়া যাচ্ছে। কিন্তু এখন এবারে পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে চলেছে সংস্থাগুলি। বলা হচ্ছে এই বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে কয়েকটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা। সে ক্ষেত্রে, আগস্ট মাস থেকে পেট্রোল এবং ডিজেলের দাম কমতে পারে। প্রতি লিটার দাম কমবে মোটামুটি ৪ টাকা থেকে ৫ টাকা মত। ফলে সব মিলিয়ে লাভ হবে সাধারণ মানুষের।

একটি গবেষণায় জানা যাচ্ছে, তেল কোম্পানিগুলির মূল্যায়ন এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত। জ্বালানি বিপণন ব্যবসায় আয় নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা থাকলেও, OPEC+ এর অন্তর্ভুক্ত দেশগুলি আগামী ৯ থেকে ১২ মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি করতে পারে। তেল কোম্পানিগুলি আশা করছে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৮০ ডলারের নিচেই থাকবে। তবে এটি নির্ভর করবে ২০২৩ অর্থ বর্ষের দামের উপরে।

বিদেশের মার্কেটে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলেও নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে যেহেতু ভারতের কিছু বড় রাজ্যে নির্বাচন রয়েছে তাই তেল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা করে কমানো হয়। রিপোর্ট অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৪ থেকে ৫ টাকা মত কম করতে পারে তেল কোম্পানিগুলি। তেলের দাম কিছুটা নির্ভর করে ডলারের নিরিখে ভারতীয় রূপির অবস্থানের উপরে। তাই সেদিক থেকে দেখতে গেলেও, কিছুটা দাম কমতে পারে তেলের।