Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী পয়লা এপ্রিল থেকেই দাম বাড়ছে পেট্রোল ডিজেলের, জানালো ইন্ডিয়ান অয়েল

শুক্রবার ইন্ডিয়ান ওয়েলের তরফে জানানো হয়েছে, আগামী পয়লা এপ্রিল থেকে বিএস6 পেট্রোল ডিজেল বিক্রির জন্য দাম বাড়ানো হবে জ্বালানি তেলের। সংস্থার চেয়ারম্যান সঞ্জীব সিং বলেছেন, বিএস6 স্টেজের জ্বালানি তেল দেওয়ার…

Avatar

শুক্রবার ইন্ডিয়ান ওয়েলের তরফে জানানো হয়েছে, আগামী পয়লা এপ্রিল থেকে বিএস6 পেট্রোল ডিজেল বিক্রির জন্য দাম বাড়ানো হবে জ্বালানি তেলের। সংস্থার চেয়ারম্যান সঞ্জীব সিং বলেছেন, বিএস6 স্টেজের জ্বালানি তেল দেওয়ার জন্য ইন্ডিয়ান অয়েলের ১৭,০০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। এই টাকা খরচ হয়েছে ইন্ডিয়ান অয়েলের সংশোধনাগার গুলো আপগ্রেড করতে।

এতদিন বিএস4 স্টেজের জ্বালানি তেল তৈরি করতে পারতো এই সংশোধনাগার গুলি। এবার থেকে সেগুলোতে বিএস6 স্টেজের তেল শোধন হবে, যাতে সালফারের পরিমাণ আগের তুলনায় পাঁচ গুণ কমে যাবে। ফলে বায়ুদূষণ কমবে অনেকটাই। তবে ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান সঞ্জীব সিং বলেছেন এর ফলে সামান্য দাম বাড়বে তেলের। তবে তিনি আশ্বস্ত করেছেন যে বাড়বে তা খুবই সামান্য পরিমাণে বাড়বে, গ্রাহকদের কোনোরকমই বেশি খরচ হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এবার আরও সহজ, গ্যাস বুকিং-এ শুরু নতুন পদ্ধতি

ইন্ডিয়ান অয়েলের পাশাপাশি বিপিসিএল, এইচপিসিএল ও তাদের সংশোধনাগারে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে। ফলে সব সংস্থায় যে তেলের দাম বাড়বে এ বিষয়ে কোনো সংশয় নেই। এখন কত করে দাম বাড়ে পয়লা এপ্রিল থেকে সেটাই দেখার। গত মাসেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছিল পয়লা এপ্রিল থেকেই বিএস6 স্টেজের তেলের জন্য দাম বাড়ানো হবে জ্বালানি তেলের।

About Author