অরূপ মাহাত: পিএফ-এর সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। ২০১৮-১৯ অর্থবর্ষে পিএফ-এর সুদ পাওয়া যাবে ৮.৬৫% হারে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে ৬ কোটি পিএফ হোল্ডার উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই পিএফ-এর সুদ বাড়ার সাথে সাথেই তা কয়েক দিনের মধ্যেই চলে যাবে চাকরীজীবিদের অ্যাকাউন্টে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, ২০১৭-১৮ বর্ষের থেকে সুদের হার ০.১০% বাড়ানো হলো।
ইপিএফওতে ৬ কোটির বেশী সদস্য থাকে। তাছাড়া এই সংগঠন ১১ লক্ষ কোটি টাকার বেশী টাকা রিটায়ারমেন্ট সেভিং হিসেবে ম্যানেজ করে। অন্যান্য ছোট স্কিমের চেয়ে এর সুদের হার বেশী। ২০১৫ -১৬ অর্থবর্ষে পিএফ সুদের হার ছিল ৮.৮০%, ২০১৬-১৭ বর্ষে সুদের হার কমে দাঁড়ায় ৮.৬৫ -এ, ২০১৭-১৮ বর্ষে তা আরও কমে যায়।
সেই সময় পিএফে সুদের হার ছিল ৮.৫৫%। যা এখনও বহাল ছিল। বর্তমানে কেন্দ্র সরকার সেই সুদের হার পরিমার্জন করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং এই সুদের ০.১০% বাড়িয়ে তা ৮.৬৫% করা হয়েছে।