আন্তর্জাতিকনিউজ

বাজারে এল করোনা ভ্যাকসিন, ছাড়পত্র পেয়ে গেল ফাইজার

Advertisement

ব্রিটেন: অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। বিগত সাত-আট মাস ধরে গোটা বিশ্ব কার্যত করোনা মহামারীর কবলে পড়ে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব। প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ। তবুও ভ্যাকসিনের দেখা এতদিন মেলেনি। বিশ্বের প্রথম সারির দেশগুলোর বিশেষজ্ঞরা দিনরাত এক করে ভ্যাকসিন তৈরির কাজ করছিলেন। আর তাতেই এবার ফল মিলতে চলেছে। অবশেষে সর্বসাধারণের জন্য ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র পেল ফাইজার বায়োটেক কোভিড-১৯ ভ্যাকসিন। বিশ্বের প্রথম দেশ ব্রিটেন, বাজারে নিয়ে আসতে চলেছে করোনা ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকেই গোটা দেশে এই ভ্যাকসিন প্রয়োগ করার কাজ শুরু করবে। আজ, বুধবার আনুষ্ঠানিকভাবে ফাইজারকে সবুজ সংকেত দিয়েছে ব্রিটেন সরকার।

ব্রিটেন সরকারের তরফ থেকে বলা হয়েছে, ট্রায়ালের পর নিয়ন্ত্রণ সংস্থার সুপারিশ মেনে নেওয়া হয়েছে। তাই আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনের বাজারে চলে আসছে এই ভ্যাকসিন। এখন দেখা যাক, এই ভ্যাকসিনের দুটি ডোজ কীভাবে কাজ করে এবং তাতে করোনা রোগীরা কীভাবে সুস্থ হয়, এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ব্রিটেনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

Related Articles

Back to top button