Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দিলীপ ঘোষের ছবি বিকৃত সোশ্যাল মিডিয়ায়, তৃনমুল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

Updated :  Monday, March 16, 2020 7:48 PM

এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠল তৃনমুল কর্মীর বিরুদ্ধে। বিজেপির এক কর্মীর দাবী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি কোনো এক অর্ধনগ্ন নারীর ছবির সঙ্গে জুড়ে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তৃনমুল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকেরা শেওড়াফুলি থানার সামনে বিক্ষোভ দেখান।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীরা শেওড়াফুলি থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারা আরও জানিয়েছেন, এমন ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোতে শুধু রাজ্য বিজেপি সভাপতিরই অপমান নয়, এর মাধ্যমে নারী সমাজকেও অপমান করা হয়। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতারা শ্রীরামপুর-বৈদ্যবাটি রোড জুড়ে বিক্ষোভ দেখান। পুলিশ আসলে বিক্ষোভ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : করোনা আতঙ্কে পিছিয়ে গেল রাজ্যের পুরভোট

তবে তৃনমুল দাবী করেছে বিজেপি কর্মীরা তাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সত্যি নয়, প্রয়োজনে বিষয়টি খতিয়ে দেখা হবে।