Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nusrat Jahan: লাল বেনারসিতে ফটোশুট নুসরাতের, মুগ্ধ অনুরাগীরা

Updated :  Sunday, May 22, 2022 8:47 AM

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী।

তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই। সম্প্রতি নিজের বোল্ড লুকের জন্যই চর্চার আলোয় অভিনেত্রী।

সম্প্রতি নুসরাত জাহানকে একেবারে বাঙালি ট্রাডিশনাল সাজে দেখা গিয়েছে। লাল টুকটুকে বেনারসিতে দেখা দিয়েছেন তিনি। সাথে পরেছিলেন ফুলহাতা ট্র্যাডিশনাল ব্লাউজও। কানে জমকালো ঝুমকো দুল ও সরু হার পরেছিলেন গলায়। খোঁপায় দিয়েছিলেন কয়েকটা লাল গোলাপও। এই সাজেই কখনো বসে, কখনো দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। সম্প্রতি তার এই ফটোশুটের ছবি ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের ইনস্টাগ্রামের পাতাতেই এই ছবিগুলি শেয়ার করে নিয়েছেন নুসরাত জাহান। তার এই ট্রেডিশনাল সাজ দেখে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরাও। অভিনেত্রীর ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে।

কয়েকদিন আগে আরো একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে কোন একটি ডান্স পারফর্ম্যান্সের জন্য সুন্দর করে সেজে উঠেছিলেন তিনি। ছবিতে নিজের লুক শেয়ার করার পাশাপাশি তিনি এও লিখে জানিয়েছিলেন, মা হওয়ার পর মঞ্চে এটিই তার প্রথম ডান্স পারফর্ম্যান্স। পাশাপাশি তিনি নিজের গোটা টিমকেও ধন্যবাদ জানিয়েছিলেন তাকে এনার্জেটিক করে তোলার জন্য।