নিউজরাজ্য

৩৬ নম্বর জাতীয় সড়ক এর উপর পিকনিক বিক্ষোভ অবস্থানকারীদের

Advertisement

প্রীতম দাস : ক্যাব এর প্রতিবাদে আজ ৩৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সংখ্যালঘু সম্প্রদায় এর লোকজন। শুধু তাই নয়, রাস্তার উপর গাছ ফেলে টায়ার জ্বালিয়ে রীতিমত বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বিক্ষোভ এর ফলে রাস্তার উপর বিভিন্ন গাড়ি, ট্রাক, লরি দাড়িয়ে যায়।

শুধু তাই নয়, এরপর জাতীয় সড়ক এর উপরে কাঠ দিয়ে আগুন জ্বেলে বড়ো বড়ো কড়াই চাপিয়ে রান্না করে তারা। দেখে মনে হচ্ছে , রাস্তার উপর পিকনিক হচ্ছে। গত দুদিন ধরে প্রতিবাদের নামে যে তাণ্ডব শুরু হইছে চারিদিকে তা প্রতিদিন ঘটে যাচ্ছে।

আরও পড়ুন : CAB-এর বিরোধিতায় শিয়ালদা-বজবজ শাখায় রেল অবরোধ, ভাঙচুর চালানো হলো আক্রায়

সাধারণ মানুষের এই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার আর আমরা যখন আছি তখন কোনোভাবে ক্যাব ও এন আর সি করতে দেওয়া হবে না এই রাজ্যে।

ক্যাব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ অভয় দিলেও সংখ্যালঘু সম্প্রদায় এর মনে কোনো আশ্বাস দাগ কাটতে পারছে না। ফলে তাদের এই বিক্ষোভ তাণ্ডব এর ফলে সাধারণ মানুষের কতদিন ভোগান্তি পোহাতে হবে কে জানে !

Related Articles

Back to top button