Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shruti Das: সিঁদুর মাথায় ‘হবু স্বামী’-র সঙ্গে ছবি ‘দেশের মাটি’র নোয়ার, ৭ দিন পরে বিয়ে নাকি?

Updated :  Friday, September 24, 2021 7:16 PM

বছরের প্রথমে শুরু হয়েছিল ‘দেশের মাটি’ ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলী দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। তবে এই মুহূর্তে মাম্পির জ্বালায় অতিষ্ট গোটা মুখার্জি পরিবার। পুরো পরিবারের সকলের সঙ্গে বাজে ব্যবহার করছেন মাম্পি, এমনকি বাদ নেই নোয়া আর কিয়ান ও। দুজনের সঙ্গেও ঝগড়া বেঁধেছে মাম্পির । টিভির পর্দায় মাম্পির সাথে যতই অশান্তি থাক বাস্তব জীবনে কিন্তু বেশ ভালো সময় কাটাচ্ছেন নোয়া অর্থাৎ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস । শ্রুতির অভিনয় জীবনে এটি দু নম্বর ধারাবাহিক আর দুই ধারাবাহিকে অভিনয় করে এখন বেশ জনপ্রিয় শ্রুতি দাস।

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে নোয়ার ভূমিকায় তাঁর অভিনয় মন কেড়েছে সকলের। সঙ্গে অবশ্য তিনি বেশ কিছুবার বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন। ধারাবাহিকের অন্য চরিত্র ‘মাম্পি’ ওরফে রুকমার সঙ্গে তুলনা টেনে বারবার খোঁটা দেওয়া হয় তাঁকে। এমনকি তাঁদ গায়ের রং নিয়েও কিছু সমালোচক কটাক্ষ কর চলে সমালোচনা। তবে সেসব তোয়াক্কা না করেই নিজের মতো করে থাকতে ভালোবাসেন শ্রুতি। 

Shruti Das: সিঁদুর মাথায় 'হবু স্বামী'-র সঙ্গে ছবি 'দেশের মাটি'র নোয়ার, ৭ দিন পরে বিয়ে নাকি?

ছোট পর্দার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ অভিনেত্রী। নিজের সম্পর্ক নিয়ে তিনি লুকোচুরি করেননি কখনোই। প্রেমিকের সাথে নাইট আউট, জঙ্গল সফর থেকে শুরু করে গাড়ি কেনা, সব কিছুর ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বুধবারও নিজের মনের মানুষের সাথে কিছু ছবিই শেয়ার করলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। যেখানে দেখা গেল কোনও এক রেস্তোরাঁয় বসে আছেন তিনি আর স্বর্ণেন্দু। এই দিন নিজের প্রেমিককে জড়িয়ে ধরে ছবিও পোস্ট করেছেন, সঙ্গে নিজের কিছু একার। অভিনেত্রী এই ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ইম্পারফেক্টলি পারফেক্ট হবু বর, তোমায় ভালবাসি’। হ্যাশট্যাগে আবার জুড়ে দিয়েছেন 7 Days To Go!। এই হ্যাশট্যাগ দেখে অনেকের মনে প্রশ্ন, কীসের সাত দিন।

শ্রুতির উত্তর, আর সাত দিন পর তাঁর জন্মদিন। সেটা বোঝাতেই এই হ্যাশট্যাগ। এখন থেকেই পার্টি শুরু। তবে, সেই পোস্ট দেখে অনেকে প্রশংসা করলেও কিছু নেটবাসীর চোখ টানল অভিনেত্রীর কপালের সিঁদুরে। প্রশ্ন উঠল, চুপিচুপি বিয়ে করেছেন নাকি তাঁরা। অনেকে প্রশ্ন করেন কেন হঠাৎ অবিবাহিত হয়ে তিনি সিঁদুর পরেছেন। যদিও এক সংবাদমাধ্যমের কাছে শ্রুতি স্পষ্ট জানিয়েছেন, না এখনই তিনি বিয়ে করেননি। ধারাবাহিকের সেট থেকে সোজা পাবে গিয়েছিলেন তাঁরা। সেই কারণেই তাঁর মাথায় এই সিঁদুর। শ্রুতির জরা নিয়েছেন , বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন। লুকিয়ে করার প্রশ্নই ওঠে না।