দেশনিউজ

বিনামূল্যে করোনা চিকিৎসা পরিষেবারই অংশ, নির্বাচনী বিধিভঙ্গ নয: পিনারাই বিজয়ন

Advertisement

কন্নুর: বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এরপরই বিরোধীদের অভিযোগ, নির্বাচন প্রভাবিত করতেই মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি। তাঁর জবাবেই সোমবার পিনারাই জানান, বিনামূল্যে করোনা চিকিৎসা পরিষেবারই অংশ ভ্যাকসিন। এতে নির্বাচনী বিধিভঙ্গ হয় না।

কেরলে প্রশাসনিক নির্বাচনের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগ এনে ইউডিএফ ও বিজেপি রবিবার নির্বাচন কমিশনে অভিযোগ জানায়।

আজ, সোমবার সকালে কন্নুর জেলায় ভোট দেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, ‘এই নির্বাচনে বিপুল জয়লাভ করবে বাম।’ সেখানেই ভ্যাকসিন প্রসঙ্গে বিরোধীদের জবাব দিয়ে বলেন, ‘আমরা করোনা সংক্রমণ রুখতে ও তার চিকিৎসায় বিনামূল্যে পরিষেবা দিচ্ছি। আমরা আগেই জানিয়েছিলাম, সম্পূর্ণ বিনামূল্যেই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। কোনও নির্বাচনী বিধি ভঙ্গ করা হয়নি।’

দলেথাকার র তরফেও রবিবারই বিরোধীদের অভিযোগকে নিতান্তই ‘শিশুসুলভ’ বলে অ্যাখ্যা দিয়ে জানানো হয়, নির্বাচনী ইস্তেহারেও বিনামূল্যে টিকাকরণের কথা উল্লেখ করা হয়েছে।

Related Articles

Back to top button