নিউজরাজ্য

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আপনি পাবেন? কি বলছে নির্দেশিকা?

এই সম্পর্কে একটি নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন

Advertisement

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার ক্ষেত্রে বারবার স্বজনপোষণের অভিযোগ উঠছে। অনেক জায়গায় জানা যাচ্ছে ,যারা যোগ্য নন, তারা এই বাড়ি পেয়ে যাচ্ছেন। অন্যদিকে, যারা যোগ্য, তাদের বাড়ি অ্যালট হচ্ছেনা। এবারে এই অনিয়ম আর বরদাস্ত করা হবেনা বলে জানিয়ে দিয়েছে সরকার। এবার থেকে যারা যোগ্য, শুধুমাত্র তারাই এই বাড়ি পাবেন। উপভোক্তা কমিশনে এই নিয়ে ১৫ দফা শর্ত দিয়েছে নবান্ন।

নবান্ন নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে, যাদের কাছে এখন পাকা বাড়ি আছে তারা কোনোভাবেই এই বাড়ির জন্য আবেদন জানাতে পারবেন না। পাশাপশি, যদি অতীতে কেউ এই আবাস যোজনার বাড়ি পেয়ে গিয়ে থাকেন এবং তার বাড়ি তৈরি অবস্থায় না থাকে, তাও তিনি মাত্র একটি বাড়ির জন্য এপ্লাই করতে পারেন। যদি তার সেই বাড়ি দেওয়া হয়ে যায় তিনি পুনরায় এপ্লাই করতে পারবেন না।

আরো জানানো হয়েছে, যদি ফাইল পর্যবেক্ষণের সময় দেখা যায়, সেই উপভোক্তার বাড়ির মাসিক আয় ১০,০০০ টাকার বেশি, তাহলে তিনি কিন্তু বাড়ি পাবেন না। কেউ সরকারি চাকরি করলে, মাসে ১০,০০০ টাকার বেশি আয় করলে কিংবা আয়কর দিলে এই যোজনা তার জন্য না।

এছাড়াও, উপভক্তার কাছে যদি গাড়ি থাকে, যন্ত্র চালিত নৌকা থাকে, কিংবা কোনো বিলাসপণ্য থাকে, তাহলেও তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়াও, ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষমতা থাকলে, কিষান ক্রেডিট কার্ড থাকলে, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন থাকলেও তাঁর নাম এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা যাবে না।

Related Articles

Back to top button