Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

PM Kishan Yojona: কোটি কোটি কৃষকদের জন্য সুখবর! এবার পাবেন ১২,৫০০ টাকা, হল এই নিয়মের পরিবর্তন

Updated :  Tuesday, July 25, 2023 12:40 PM

সরকারে ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার ভারতের সাধারণ মানুষের জন্য নানারকম নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের এই সমস্ত উচ্চবিলাসী প্রকল্পের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের অধীনে এবার কৃষকরা পাবেন তাঁদের ১৪ তম কিস্তির টাকা। এমনটাই ঘোষনা করে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ তম কিস্তি পেতে আর মাত্র ৩ দিন সময় লাগবে। তাই খুব শীঘ্রই কৃষকদের মুখে হাসি ফুটবে। কোটি কোটি কৃষকদের অপেক্ষার এবার অবসান

PM Kisan-এর অফিসিয়াল টুইটে লেখা আছে, ‘১৪ তম কিস্তি #DBT-এর মাধ্যমে ৮.৫ কোটিরও বেশি সুবিধাভোগী কৃষক পরিবারে স্থানান্তর করা হবে। এতে নিবন্ধনের জন্য, আপনি অফিসিয়াল লিঙ্ক http://pmevents.ncog.gov.in-এ যেতে পারেন।‘ ৮.৫ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে স্থানান্তরিত করা হবে। ২৭ জুলাই সকাল ১১ টায় রাজস্থানের সিকার থেকে টাকা স্থানান্তরিত করা হবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে কৃষকদের আর্থিকভাবে ক্ষমতানায়ন এই প্রকল্পের মূল রেজোলিউশন।

আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্র সরকারের পাশাপাশি এবার কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন কিছু রাজ্য সরকারও। রাজ্যের পক্ষ থেকে দেওয়া হবে ৬৫০০ টাকা। সুতরাং কৃষকরা বছরে পাবেন ১২,৫০০ টাকা। তবে এটি সব কৃষকদের জন্য প্রযোজ্য না। শুধুমাত্র বিহারের কৃষকরা এই অতিরিক্ত টাকা পাবেন। অর্গানিক করিডোর স্কিমের অধীনে এই টাকা পাচ্ছেন বিহারের কৃষকরা।