৩১ শে মে দেশ জুড়ে জারি থাকা লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। সেদিনই আবার ‘মন কি বাত’-এর অনুষ্ঠান রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফলে, লকডাউনের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। তবে চতুর্থ দফার লকডাউনের শেষে পঞ্চম দফায় লকডাউন জারি করতে পারে কেন্দ্র, ঈঙ্গিত মিলেছে এমনই। অবশ্য সেক্ষেত্রে সারা দেশ নয়, লকডাউন জারি হতে পারে ১১ টি রাজ্যে। একইসঙ্গে চতুর্থ দফার মতোই আরও কিছু পরিষেবায় ছাড় মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে।
দেশে লকডাউনের মেয়াদ দু মাস অতিক্রম করলেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরেই প্রতিদিন গড়ে ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ফলে, লকডাউনের নিয়মে কিছুটা শিথিলতা আনলেও দেশের করোনা পরিস্থিতির উপর কড়া নজর রয়েছে কেন্দ্রের। বেশ কিছু রাজ্যের করোনা পরিস্থিতি সংকটজনক অবস্থার মধ্যে রয়েছে। আগামী ৩১ শে মে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই সকল রাজ্যে পঞ্চম দফার লকডাউন ঘোষণা হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ১১ রাজ্যের মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, সুরাট ও কলকাতার মতো বড় শহরগুলো। যেখানে ইতিমধ্যে ব্যাপক করোনা সংক্রমণ দেখা গেছে। জানা গেছে, দেশের মোট করোনা আক্রান্তের মধ্যে ৬০ শতাংশ রয়েছে আহমেদাবাদ, দিল্লি, পুনে, মুম্বই ও কলকাতা থেকে।