করোনা বিষয়ে আলোচনা, প্রাক্তন রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীদের ফোন মোদীর
দেশে লক ডাউন জারি থাকলেও ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে ৩০০০। এমন সংকটজনক পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। ৫ এপ্রিল রাত ৯ টায় নয় মিনিটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে একাত্মতা গড়ে তোলার জন্য বিশেষ ঘোষণা করেছেন।
এছাড়া এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে যে প্রাদুর্ভাবের সৃষ্টি হয়েছে সেই সম্বন্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রতিভা পাতিল ও মনমোহন সিং এবং এইচডি দেবেগৌড়া ও একাধিক বিরোধী নেতৃবৃন্দকে ফোন করেন মোদি। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও কথা বলেন। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, সমাজবাদী পার্টির মুলায়ম সিং, অখিলেশ যাদব, এমকে স্টালিন এবং জোটসঙ্গী প্রকাশ সিং বাদল, কংগ্রেসের সোনিয়া গান্ধি, উড়িষ্যা নবীন পট্টনায়েক এবং দক্ষিণের নেতা কেসিআরকে ফোন করেন নরেন্দ্র মোদী।