Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেশের তিন জায়গাতে তৈরী হচ্ছে করোনা টেস্টিং ল্যাব, ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Updated :  Monday, July 27, 2020 6:40 PM

দেশে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে। সেই সংক্রমণের মাত্রা কমানোর জন্য করোনা পরীক্ষা করা প্রয়োজন। আর তাতেই করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনা যেতে পারে। সেই জন্য আজ কলকাতা, মুম্বই, নয়ডা এই তিন জায়গাতে নতুন টেস্টিং ল্যাবের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

প্রধানমন্ত্রী বলেন যে অন্যান্য দেশের তুলনাতে ভারতে সুস্থতার হার অনেক বেশি। আর সঠিক সময়ে সিদ্ধান্ত নেবার ফলে দেশে করোনাকে নিয়ন্ত্রণে আনা গেছে। প্রতিদিনই অল্প অল্প করে দেশে সুস্থতার হার বাড়ছে। করোনা টেস্টিং আরও বাড়ালে সংক্রমণ রোখা সম্ভব। তিনি এটাও বলেন যে এখন দেশে প্রতিদিন ৫ লক্ষের বেশি টেস্ট করা হচ্ছে। আগামীদিনে এই সংখ্যাটা প্রতিদিন ১০ লক্ষকরার চেষ্টা করা হবে।

গ্রামের চিকিৎসা ব্যবস্থাও উন্নত করার কথা বলেন মোদী। নয়ডার ICMR- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, মুম্বইয়ের ICMR- ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেল্থ এবং কলকাতার ICMR- ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনট্যারিক ডিজিজেসে ১০ হাজারেরও বেশি স্যাম্পেল একদিনে টেস্ট করা যাবে। খুব কম সময়েই জানা যাবে রিপোর্টও।