Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, টিকাকরণের উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রীর

Updated :  Saturday, January 16, 2021 11:00 AM

নয়াদিল্লি: অপেক্ষার অবসান। গত বছর মার্চ মাস থেকে যেভাবে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল গোটা দেশে, আজ সেই করোনা ভাইরাসকে মোকাবিলা করার দিন এসেছে। বহু প্রতীক্ষার অবসান ঘটল আজ, শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা হল দেশ জুড়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ পর্বের। আজ থেকে দেশের বিভিন্ন রাজ্যে এবং একাধিক রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হল টিকাকরণ পর্ব। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভ্যাকসিনেশনের উদ্বোধন করার পাশাপাশি নবান্ন থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু টিকাকরণ নয়, এর পাশাপাশি একই সঙ্গে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল কো-উইন অ্যাপেরও।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, সাধারণত একটি ভ্যাকসিন তৈরি করতে কয়েক বছর সময় লেগে যায়। সেখানে কয়েক মাসের মধ্যেই দুটি মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন প্রয়োগ করার জন্য কার্যত তৈরি। টিকাকরণের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকল দেশবাসীকে অনেক শুভেচ্ছা জানাই। এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আর কাউকে করোনা ভাইরাসকে ভয় করে চলতে হবে না। দেশের সমস্ত বিজ্ঞানী যারা দিন-রাত পরিশ্রম করে গত কয়েক মাসে এই ভ্যাকসিনগুলি তৈরি করেছেন তাদের সকলকে কুর্নিশ এবং ধন্যবাদ জানাই।’

এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষ পারলে পাথর দিয়ে জল পড়ে। দেশের বিজ্ঞানীরা কতটা দক্ষ, এটাই তার জ্বলন্ত উদাহরণ। এই ভ্যাকসিন তৈরি ক্ষেত্রে ভারতের সার্থকতা লুকিয়ে রয়েছে। লুকিয়ে রয়েছে ভারতের সামর্থ্য।’ জানা গিয়েছে, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলেই টিকাকরণের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবে। তা সে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তারপর ফ্রন্টলাইনে থাকা মানুষজন অর্থাৎ পুলিশদের টিকাকরণ দেওয়া হবে। সব মিলিয়ে দেশে আজ এক নতুন পথ চলার সূচনা হল, এমনটা বলাই যায়।