Today Trending Newsদেশ

নরেন্দ্র মোদির বড় ঘোষণা, এখন থেকে “আয়ুষ্মান ভারত” কার্ড না থাকলেও বিনামূল্যে চিকিৎসা পাবেন রোগীরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া বড় প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো "আয়ুষ্মান ভারত"।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া বড় প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো “আয়ুষ্মান ভারত”। যার মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন সাধারন জনগণ। আপনারা জানলে অবাক হবেন, বিগত কয়েক বছর ধরে এই আয়ুষ্মান প্রকল্পের অধীনে দেশের কোটি কোটি মানুষ চিকিৎসা গ্রহণ করেছে। তবে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে হলে কেন্দ্রীয় সরকারের দেওয়া বিশেষ শর্ত গুলি পূরণ করতে হয় সাধারণ নাগরিকদের। যে নথিগুলি জমা করলেই খুব সহজে আয়ুষ্মান প্রকল্পের অধীনে চিকিৎসা গ্রহণ করতে পারেন সাধারণ মানুষ।

আপনারা জানলে অবাক হবেন যে, বর্তমানে ভারতের প্রায় ১০ কোটির বেশি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিচ্ছেন। যারা সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ১৩০০টির বেশি রোগের চিকিৎসা করাতে পারছেন এই আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে। আমরা আপনাদের বলে রাখি, আয়ুষ্মান ভারত প্রকল্পে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তারা প্রতিবছর কেন্দ্রীয় সরকারের অর্থ তহবিল থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ পেয়ে থাকেন। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে সারা বছর চিকিৎসা করানোর সুযোগ পেয়ে থাকেন সাধারণ নাগরিকরা।

তবে অনেক রাজ্যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা উপলব্ধ না থাকার কারণে সমস্যার সম্মুখীন হন বেশিরভাগ রোগীরা। কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘটনার পর দুশ্চিন্তা মুক্ত হয়েছেন অনেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন সভায় স্পষ্ট করেছেন যে, এবার থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড না থাকলেও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন ভারতের সাধারণ নাগরিকরা। তবে এই নিয়ম প্রযোজ্য হবে শুধুমাত্র ৭০ উত্তীর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে। যাদের নাম আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।

Related Articles

Back to top button