Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের রাজ্যে প্রধানমন্ত্রী, আসতে পারেন নেতাজির জন্মদিনেই

Updated :  Friday, January 15, 2021 5:30 PM

নয়াদিল্লি: নেতাজির (Netaji Birthday) জন্মদিনেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Bengal Visit)। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Subhash Chandra Bose) জন্মজয়ন্তী। ওই দিনই কলকাতায় (Kolkatay) আসতে পারেন মোদি।

শেষবার গত ২১মে আমফান ঘূর্ণিঝড়ের পরে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে বাংলায় এসেছিলেন মোদি। সে বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেলিকপ্টারে আমফানে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের পরেই আমফানের ক্ষতিপূরণ বাবদ প্রাথমিক ভাবে ১ হাজার কোটি টাকা রাজ্যের জন্য বরাদ্দের ঘোষণা করেন তিনি।

তারপর প্রায় ৭ মাস কেটে গিয়েছে। মোদির বাংলা সফর নিয়ে নানা জল্পনা চলছিলই। সূত্রের খবর ছিল, বিশ্বভারতীয় শতবর্ষ উদযাপন ও পৌষ উত্‍সবের আমন্ত্রণে বড়দিনের আগে ২৪ ডিসেম্বর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে ভার্চুয়ালি ভাষণ দেন তিনি।

জানা গিয়েছে, ২৩ জানুয়ারি কলকাতা বিমানবন্দরে সকালেই নামবেন প্রধানমন্ত্রী। তারপর তিনি কলকাতায় নেতাজি সুভাষ মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন করবেন। তবে মোদীর এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি আছে কি না, তা এখনও জানা যায়নি।