Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাফাই কর্মীর মেয়েরা রাখি পরালো প্রধানমন্ত্রীর হাতে, দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানালেন মোদি

Updated :  Friday, August 12, 2022 7:23 PM

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ভারতে পালিত প্রত্যেকটি অনুষ্ঠান দারুনভাবে উদযাপন করেন এবং তিনি নিজেও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করেন। দশেরা অনুষ্ঠানে যেমন তাকে দেখা যায়, তেমনই রামনবমী উদযাপনের দিনেও তার উপস্থিতি ছিল লক্ষণীয়। আর এবারেও এই বিষয়টার অন্যথা হলো না। রাখি বন্ধন অনুষ্ঠানটিও নিজের কায়দায় অভূতপূর্বভাবে পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত সাফাই কর্মী, সহায়ক এবং অন্যান্য কর্মীদের কন্যা সন্তানদের কাছ থেকে রাখি পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পি এম ও অফিসের আধিকারিকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই অনুষ্ঠানে যারা রাখি পরিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ঝাড়ুদার, সহায়ক, মালি এবং গাড়ি চালকের মেয়েরা। প্রধানমন্ত্রীকে রাখি বেঁধে এই সমস্ত ছোট্ট ছোট্ট মেয়েরা অত্যন্ত খুশি। ২৪ জনের বেশি মেয়েরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রাখি বেঁধেছে। এত জনের কাছ থেকে রাখি পরে হাত ভরে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যেসব ছোটরা প্রধানমন্ত্রীকে রাখি পরিয়েছে, তাদের সবাইকে মুখ মিষ্টি করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে এর আগে টুইট করে প্রধানমন্ত্রী দেশবাসীকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী প্রতিটি উৎসব অনণ্য উপায় পালন করার পন্থা নিয়ে থাকেন এবং এবারেও তার ব্যতিক্রম হলো না। দীপাবলি উপলক্ষে তিনি প্রায়ই সেনাবাহিনী জওয়ানদের সঙ্গে সময় কাটিয়ে থাকেন। আর এবারে তিনি সময় কাটালেন কচিকাঁচাদের সঙ্গে।