নয়াদিল্লি: দীপাবলির আলোর আনন্দ কার্যত ফিকে হয়ে গেল রবিবার। কারণ, বর্ণময় স্বর্ণযুগের অবসান ঘটল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে। জীবনযুদ্ধের ‘বেলা শেষে’ চলে গিয়েছেন সকলের প্রিয় ‘ফেলুদা’ টলিউড অপূরণীয় নক্ষত্রপতন হয়েছে এই ঘটনার মাধ্যমে। দীর্ঘ ৪০ দিনের লড়াই থমকে গিয়েছে। চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছিলেন। তখনই টলিউডের অন্দরে অশনিসংকেত দেখা দিয়েছিল। শেষমেশ দীপাবলীর পরের দিন অর্থাৎ আজ, রবিবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ মৃত্যুর কাছে পরাজিত হলেন ‘অপরাজিত’ ‘অপু’। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। এমনকি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে সেটা ইংরেজি বা হিন্দি নয়। একেবারে গোটা গোটা অক্ষরে সৌমিত্র চট্টোপাধ্যাযের মৃত্যুতে বাংলায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে লিখেছেন, ‘শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগৎ, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।’
শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।
— Narendra Modi (@narendramodi) November 15, 2020
Shri Soumitra Chatterjee’s death is a colossal loss to the world of cinema, cultural life of West Bengal and India. Through his works, he came to embody Bengali sensibilities, emotions and ethos. Anguished by his demise. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) November 15, 2020
শুধু প্রধানমন্ত্রীই নন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন৷ সব মিলিয়ে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে।
Soumitra Chatterjee’s performances won him several national and international awards including Dadasaheb Phalke Award, Padma Bhushan and Légion d’Honneur. Condolences to his family, the film fraternity and millions of fans across the world.
— President of India (@rashtrapatibhvn) November 15, 2020
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র এক কিংবদন্তীকে হারালো। সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টিগুলি, ‘অপু’ ট্রিলজি সহ অন্যান্য সিনেমায় তাঁর অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন। অভিনয় জগতে তিনি বিপুল অবদান রেখে গেছেন।
— President of India (@rashtrapatibhvn) November 15, 2020