নয়াদিল্লি: কৃষকদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পিএম-কিষান প্রকল্পের দ্বিতীয় দফার আর্থিক সুবিধা দেওয়া হবে আগামী ২৫ ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং সেদিন দুপুরে এই টাকা তুলে দেবন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ হাজার কোটি টাকা ডিজিটাল উপায় কৃষকদের কাছে পৌঁছে দেবেন। ফলে তাঁরা উপকার পাবেন এই প্রকল্পের মাধ্যমে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের সঙ্গে কথাও বলবেন বলে জানা গিয়েছে। ৬টি রাজ্যের কৃষক ওই অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পিএম-কিষান প্রকল্প নিয়ে কৃষকেরা নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন ওই অনুষ্ঠানে। এছাড়া কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার কী কী প্রকল্প নিয়েছে, সে কথাও তাদের জানানো হবে সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও।