Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভ্যাকসিন তৈরির প্রস্তুতি খতিয়ে দেখতে আগামিকাল, সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকে যাবেন প্রধানমন্ত্রী

Updated :  Friday, November 27, 2020 7:04 PM

নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি হঠাৎ আরও বেশি করে উদ্বেগজনক হয়ে উঠেছে। মহারাষ্ট্রে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। দিল্লিতেও চলছে আংশিক লকডাউন পর্ব। এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই গত বুধবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল এই বৈঠকে তিনি প্রত্যেক রাজ্যের করোনা ভ্যাকসিন প্রসঙ্গে ভাবনাচিন্তা জানতে চান। পরবর্তীকালে গতকাল, বৃহস্পতিবার সংবিধান দিবসের মঞ্চ থেকেও তিনি করোনা ভ্যাকসিনের ব্যাপারে বক্তব্য রাখেন। এমনকি কোনও ভ্যাকসিন বন্টনে রাজ্যের কী পরিকল্পনা রয়েছে, তা জানতে চেয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর এবার ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বাযটেক পরিদর্শনে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, আগামিকাল, শনিবার সিরাম ইনস্টিটিউট এবং বায়োটেক পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন তৈরীর কাজ কতদূর এগিয়েছে তা জানার লক্ষ্যেই তার এই সফর বলে জানা গিয়েছে। কীভাবে ভ্যাকসিন তৈরি হচ্ছে? কতদিন লাগবে সম্পূর্ণ কাজ শেষ হতে? এমনকি সমস্ত বিধিনিষেধ নিয়ম মেনে কাজ করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখবেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে দুই রাজ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে।

হায়দরাবাদের পুলিশ কমিশনার ডি সি সজনার এ প্রসঙ্গে জানিয়েছেন, আগামিকাল, শনিবার বিকেল সাড়ে তিনটের পর হায়দরাবাদে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে তাঁর কনভয় নিয়ে যাওয়া হবে ভারত বায়োটেকের গবেষণাগারে। সেখানে তিনি ঘণ্টা দু’য়েক কাটাবেন বলে জানা গিয়েছে। তারপর মোদি রওনা দেবেন সিরাম ইনস্টিটিউটের উদ্দেশ্যে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে বলেই জানা গিয়েছে।