নয়াদিল্লি: একদিকে যখন বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, ঠিক তখনই সাংহাই কর্পোরেশন মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে যোগ দিয়ে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বিশ্বের দরবারে আরও একবার প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি সফলতা ও দক্ষতার জন্য রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের প্রশংসা করে তাকে অভিনন্দন জানান তিনি।
Delhi: Prime Minister Narendra Modi addresses at the 20th Summit of SCO Council of Heads of State, via video-conferencing. pic.twitter.com/6iNnQMVUzE
— ANI (@ANI) November 10, 2020
এসসিও-র বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সাংহাই কর্পোরেশন মিটে অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত বিশ্বাস করে যে, সংযোগ বাড়ানোর জন্য একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যাওয়া জরুরি।’
India has strong cultural and historical ties with Shanghai Cooperation Organisation countries…India believes that to enhance connectivity it is important that we move forward while respecting one another's sovereignty and territorial integrity: Prime Minister Narendra Modi pic.twitter.com/k312WXk6M1
— ANI (@ANI) November 10, 2020
এর পাশাপাশি তিনি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে অভিনন্দন জানান। মোদি আরও বলেন, ‘রাষ্ট্রপতি প্রতিদিন যেভাবে এই বৈঠকের আয়োজন করেছেন, তার জন্য তাকে অভিনন্দন জানাই। সাংহাই কর্পোরেশন মিটের ২০তম বৈঠকে যোগ দিতে পেরে ভীষণ ভাল লাগছে। আশা করব, বিশ্বের দরবারে এভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।’ এভাবেই সাংহাই কর্পোরেশন মিটে নিজের ছন্দে দেখা গেল প্রধানমন্ত্রীকে।
It is unfortunate that there are unnecessary attempts to bring bilateral issues in the SCO agenda, which is in violation of SCO Charter and Shanghai spirit: Prime Minister Narendra Modi at the 20th Summit of SCO Council of Heads of State pic.twitter.com/AYc0w5FSKe
— ANI (@ANI) November 10, 2020