দেশনিউজ

আগামী দুই মাসের জন্য দেশের ৮০ কোটি পরিবার পাবে বিনামূল্যে রেশন, বড় ঘোষণা মোদির

দেশের ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য দেওয়ার জন্য মোদি সরকারের খরচ হবে ২৬,০০০ কোটি টাকা

Advertisement

করোনা মহামারী দিন প্রতিদিন মাথা চাড়া দিয়ে উঠছে এবং এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা দাঁড়িয়েছে যদি লকডাউন হয়, তাহলে আবার হবে পরিযায়ী শ্রমিক এবং আরো অনেকের বহু সমস্যা। এই সমস্ত সমস্যা সমাধানে এবারে উদ্যোগে মোদি সরকার। করোনা মহামারীর সংকটের কথা মাথায় রেখে মোদি সরকার জানিয়ে দিয়েছে, আগামী মে এবং জুন মাসের প্রতিটি ব্যক্তিকে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় দেশের ৮০ কোটি গরিব মানুষ উপকৃত হবেন বলে জানানো হয়েছে। নরেন্দ্র মোদী গরিব কল্যাণ যোজনা অনুযায়ী দেশের সকল মানুষকে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। দেশ যখন করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন তখন কেন্দ্র সরকার তা নতুন পদক্ষেপ ঘোষণা করে দিল। আগামী দুই মাসের জন্য ৮০ কোটি মানুষকে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই সমস্ত কাজটি করতে খরচ হবে ২৬,০০০ কোটি টাকা।

গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাই লেভেল বৈঠকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীদের করোনা ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার ডাক দিয়েছেন। সেই মিটিং এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিনামূলের রেশনের কথা ঘোষণা করলেন।

Related Articles

Back to top button