গত ৭ মার্চ বাংলায় ব্রিগেড সমাবেশে এসেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সেই রেশ কাটতে না কাটতেই আরো একবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। বাংলার নির্বাচনকে পাখির চোখ করে বর্তমানে প্রত্যেকটি রাজনৈতিক দল টার্গেট নিয়েছে। যেরকম ভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক প্রচার করে চলেছেন, ঠিক একই রকম ভাবে পিছিয়ে নেই কিন্তু বিজেপি।
একাধিকবার রাজ্যে এসে ঘুরে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। অমিত শাহ, জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় এসেছেন এবং জনসভা করেছেন। আর এবারে বাংলাকে টার্গেট নিয়ে মাঠে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর অনুযায়ী আগামী ১৮ মার্চ পুরুলিয়াতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ২০ মার্চ কাঁথি এবং ২১ মার্চ বাঁকুড়াতে জনসভা করবেন তিনি। আপাতত এই তারিখ নির্ধারিত হয়েছে বিজেপি সূত্রে।
প্রথম দুই দফায় নির্বাচন কাছাকাছি আসতে জনসভার দিনক্ষণ স্থির করা শুরু করেছে বিজেপি। আগামীকাল বিজেপির কেন্দ্রীয় কমিটি বাংলায় প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য বৈঠক করবে। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলায় আগমন ভোটের আগে অতিরিক্ত অক্সিজেনের কাজ করতে চলেছে বলে মনে করা হচ্ছে ।