প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জাতীয় জনসংখ্যা নিবন্ধকের (এনপিআর) সপক্ষে জোরালো বক্তব্য রেখে বলেন, যথাযথ সুবিধাভোগীদের সরকারী কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে এটি আপডেট করা হচ্ছে। রাজ্যসভায় তিনি এদিন বলেন যে, এনপিআর প্রথমে ২০১০ সালে করা হয়েছিল এবং পরে ২০১৫ সালে এটি আপডেট হয়। তিনি আরও বলেন যে, ‘আদমশুমারি এবং এনপিআর হ’ল একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
যা আগেও হয়েছিল কিন্তু এখন হঠাৎ এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে। এনপিআর-এ জিজ্ঞাসা করা প্রশ্নগুলি নিখুঁতভাবে প্রশাসনের সাথে সম্পর্কিত বলে উল্লেখ করেন তিনি। বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’ একইসঙ্গে বিরোধী দলগুলিকে সংকীর্ণ রাজনৈতিক লাভের জন্য ইস্যুটি রাজনীতি না করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। ‘ওরা (বিরোধীরা) সংকীর্ণ ও দায়িত্বজ্ঞানহীন ভাবে রাজনৈতিক ফায়দা লাভের জন্য এর (এনপিআর) বিরোধিতা করছে। যা লজ্জাজনক ও দরিদ্রবিরোধী।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি আরও বলেন, ‘তাঁর সরকার দরিদ্রদের এই প্রকল্পগুলির সুবিধা দেওয়ার জন্য পূর্ববর্তী এনপিআরের সংগ্রহ করা তথ্যের উৎপাদনশীল ব্যবহার করেছে।’ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে নাগরিকদের নাম লেখা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে আপনার এনপিআর রেকর্ড রয়েছে। কোনও নাগরিক এনপিআরের সেই রেকর্ডের ভিত্তিতে নিপীড়িত হয়নি।’