নিজের দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় বিশেষ বিমান ব্যবহার করেন প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানরা। মূলত সুরক্ষার কারণেই এই ধরনের বিশেষ ব্যবস্থা করে প্রতিটি দেশের সরকার। ভারতও এর বাইরে নয়। ভারতের প্রধানমন্ত্রীর জন্যও বরাদ্দ রয়েছে বিশেষ বিমান। শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির জন্যও বরাদ্দ রয়েছে বিশেষ বিমানের।
এতদিন প্রধানমন্ত্রীর জন্য যে বিশেষ বিমানের ব্যবস্থা করা ছিল, তা হল বোয়িং ৭৪৭। এই বিমানে করেই বিদেশ ভ্রমণে যেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিও বিদেশ সফরের জন্য ব্যবহার করতেন এই বিশেষ বিমানটি। এই উন্নত প্রযুক্তির বিমানে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হতো। এবার এই বিশেষ বিমানে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর সফরে এবার বোয়িং ৭৪৭ বিমানের পরিবর্তে স্থান করে নিচ্ছে বোয়ি ৭৭৭।
আগামী জুলাই মাসেই ফ্লোরিডার হেড কোয়ার্টার থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে এই বিশেষ বিমান। ইতিমধ্যে ভারত সরকার দুটি বোয়িং ৭৭৭ বিমান ক্রয় করেছে। যার জন্য মোট ৮ হাজার ৪৫৮ কোটি টাকা খরচ করছে কেন্দ্র। বিশেষ সুরক্ষার ব্যবস্থা রয়েছে এই বিমানে। মিসাইল ডিফেন্স সিস্টেমের সুবিধা রয়েছে এই বিমানে। সেল্ফ প্রোটেকশন স্যুটের ব্যবস্থা থাকছে এই বিশেষ বিমানে। যা শত্রুপক্ষের র্যাডারকে অনায়াসে জ্যাম করতে পারে এবং হিট সিকিং মিসাইলকে দূরে সরিয়ে রাখে। লার্জ এয়ারক্র্যাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার সিস্টেম (এলএআইআরসিএম)-এর সুবিধাযুক্ত এই বিমান মিসাইল থেকে নিজেকে রক্ষা করতে পারে। সাধারণ বিমানের থেকে আকারে বড় এই বিমানে সেল্ফ ডিফেন্স সিস্টেম ছাড়াও রয়েছে কনফারেন্স রুম।