Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

PM Viswakarma Yojana: বিশ্বকর্মা পুজোয় খেটে খাওয়া মানুষের জন্য সুখবর, বিশ্বকর্মা প্রকল্পে মিলবে ১৫,০০০ টাকা, জানুন কীভাবে পাবেন

Updated :  Monday, September 15, 2025 9:04 PM
PM Viswakarma Yojana

দেশের ঐতিহ্যবাহী কারিগর ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) প্রকল্পের আওতায় কারিগররা পাচ্ছেন প্রতিদিন প্রশিক্ষণ ভাতা, কম সুদে ঋণ এবং আধুনিক ব্যবসার সুযোগ। সরকারের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী কর্মক্ষেত্রকে টিকিয়ে রাখা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তোলা।

প্রকল্পের সূচনা ও উদ্দেশ্য

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পুজোর দিন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, অসংগঠিত ক্ষেত্রে কাজ করা প্রথাগত কারিগরদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল সাপোর্ট এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ দেওয়া হবে। এই প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ হয়েছে প্রায় ১৩,০০০ কোটি টাকা এবং এটি চলবে ২০২৮ সাল পর্যন্ত। ইতিমধ্যেই প্রায় ২৬.৮৭ লক্ষ মানুষ এই যোজনায় রেজিস্ট্রেশন করেছেন।

কারা আবেদন করতে পারবেন?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন করার জন্য বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। আবেদনকারীকে অসংগঠিত ক্ষেত্রের ঐতিহ্যবাহী পেশায় যুক্ত থাকতে হবে। কাঠমিস্ত্রি, সোনার কাজ, মাটির কাজ, তাঁতির কাজসহ মোট ১৮টি পেশার কারিগররা এই সুবিধা পাবেন। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। সরকারি চাকরিজীবীরা এই প্রকল্পে যোগ্য নন। এছাড়া, যারা অন্য সরকারি ঋণ প্রকল্পে ডিফল্টার, তারাও আবেদন করতে পারবেন না।

যোজনার সুবিধা

  • প্রশিক্ষণ ও ভাতা: আবেদনকারীরা ৫-৭ দিনের বেসিক ও ১৫ দিনের অ্যাডভান্সড ট্রেনিং পাবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন দেওয়া হবে ৫০০ টাকা ভাতা।

  • সার্টিফিকেট ও ডিজিটাল সাপোর্ট: প্রশিক্ষণ শেষে দেওয়া হবে PM Vishwakarma সার্টিফিকেট ও আইডি কার্ড। ডিজিটাল পেমেন্ট ও মার্কেটিং সাপোর্ট সুবিধাও থাকছে।

  • ঋণ সুবিধা: কোল্যাটারাল-ফ্রি ঋণ সুবিধায় প্রথম ধাপে ১ লক্ষ টাকা (১৮ মাসের জন্য) এবং দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা (৩০ মাসের জন্য) পাওয়া যাবে। সুদের হার মাত্র ৫%।

  • টুলকিট ই-ভাউচার: কাজের জন্য টুলকিট কেনার উদ্দেশ্যে দেওয়া হবে ১৫,০০০ টাকার ই-ভাউচার।

আবেদন প্রক্রিয়া

অনলাইন আবেদন:
১. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে PM Vishwakarma Yojana online apply অপশনে ক্লিক করতে হবে।
২. আধার, ব্যাঙ্ক ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. প্রয়োজনীয় নথি আপলোড করার পর আবেদন সম্পূর্ণ হবে।

অফলাইন আবেদন:

নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে যোগ্যতা যাচাই করে নথি জমা দিয়ে আবেদন করা যাবে। আবেদনকারীরা ওয়েবসাইটে লগইন করে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুধুমাত্র একটি আর্থিক সহায়তা প্রকল্প নয়, এটি দেশের ঐতিহ্যবাহী কারিগরদের জন্য একটি নতুন দিগন্ত। প্রতিদিনের ভাতা থেকে শুরু করে কোল্যাটারাল-ফ্রি ঋণ—সব মিলিয়ে এই যোজনা অসংগঠিত ক্ষেত্রের মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।