নিউজদেশ

PNB ATM: নিয়মটা শুনেছেন তো? এটিএমে যাওয়ার আগে এবার থেকে দশ বার ভেবে নিন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের জন্য নতুন নিয়ম চালু করে দিয়েছে

Advertisement

মে মাসের শুরুতেই বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে ভারতে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি থেকে শুরু করে একাধিক বদল চলে এসেছে বেশ কিছু সেক্টরে। এর সাথে সাথেই বদল এসেছে ব্যাংকিং সেক্টরে। এবার থেকে পিএনবি এটিএম থেকে টাকা লেনদেনের জন্য বেশ কিছু নিয়ম পরিবর্তন করে দেওয়া হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি বড় আপডেট চলে এসেছে। যদি আপনার কাছে জিরো ব্যালান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক একাউন্টে টাকা না থাকলে আপনি যদি এটিএম মারফত লেনদেনের চেষ্টা করেন এবং ব্যর্থ হন তাহলে প্রতি লেনদেনের জন্য দশ টাকা করে চার্জ করা হবে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আলাদাভাবে gst দিতে হবে গ্রাহকদের। এর ফলে গ্রাহকদের কিন্তু এই বিষয়ে ভালোভাবে সতর্ক থাকা প্রয়োজন। এই কারণে আপনাকে এখন এটিএমে যাওয়ার আগে দশবার ভেবে নিতে হবে কিন্তু।

ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে প্রত্যেক গ্রাহকদের আলাদাভাবে মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ব্যাংকের ওয়েবসাইটে এই বিষয়টি সম্পর্কে বেশ কিছু তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে পিএনবি গ্রাহকদের এখন এটিএম সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে।

Related Articles

Back to top button