৮.০৫% হারে সুদ, ফিক্সড ডিপোজিটে ব্যাপক সুদের হার বৃদ্ধি করল PNB, কত টাকা পাবেন বেশি?
গত ৮ ফেব্রুয়ারি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
কয়েকটি মেয়াদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করলেও ভারতের অন্যতম বড় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ২ কোটি টাকার নিচের ফিক্সড ডিপোজিট এর উপর এই নতুন সুদের হার প্রযোজ্য হবে বলে জানিয়ে দিয়েছে এই ব্যাংক। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে জানানো হয়েছে ২০ ফেব্রুয়ারি থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে চলেছে। এর ফলে এই নতুন সুবিধা লাভ করবেন বহু মানুষ যাদের এই ব্যাংকের সাথে ফিক্সড ডিপোজিট একাউন্ট রয়েছে।
৫ বেশি পয়েন্ট থেকে ৩০ বেশি পয়েন্ট এর মধ্যে ফিক্সড ডিপোজিট এর উপরে সুদের হার বৃদ্ধি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, ২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ৩০ বেশিস পয়েন্ট বাড়িয়ে ৫.৮ শতাংশ করা হয়েছে। ১ বছর থেকে ৬৬৫ দিনের মেয়াদের সুদের হার বেড়েছে ৫ বেসিস পয়েন্ট। অর্থাৎ এতদিন পর্যন্ত যেখানে ৬.৮ শতাংশ সুদ পাওয়া যেত, সেখানেই এখন আরো বেশি সুদ পাওয়া যাবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে সুদের হার বৃদ্ধি করেছে, সেই অনুযায়ী এফডিতে ৩.৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদের হার পেয়ে যাবেন গ্রাহকরা।
চলুন দেখে নেওয়া যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন ফিক্সড ডিপোজিটের হার কি রকম –
- ৭ দিন থেকে ১৪ দিন: ৩.৫ শতাংশ।
- ১৫ দিন থেকে ২৯ দিন: ৩.৫ শতাংশ।
- ৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.৫ শতাংশ।
- ৪৬ দিন থেকে ৯০ দিন: ৪.৫ শতাংশ।
- ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
- ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৫.৫ শতাংশ।
- ২৭১ দিন থেকে ১ বছরের কম: ৫.৮ শতাংশ।
- ১ বছর: ৬.৮ শতাংশ।
- ১ বছরের বেশি থেকে ৬৬৫ দিন: ৬.৮ শতাংশ।
- ৬৬৬ দিন: ৭.২৫ শতাংশ।
- ৬৬৭ দিন থেকে ২ বছর: ৬.৮ শতাংশ।
- ২ বছরের বেশি থেকে ৩ বছর পর্যন্ত: ৭ শতাংশ।
- ৩ বছরের বেশি থেকে ৫ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ।
- ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ।
৭ দিনের মেয়াদ থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদ পেয়ে যাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী অতি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অর্থাৎ যাদের বয়স ৮০ বছর বা তার বেশি, তাদের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের ডিপোজিট এর উপরে ৪.৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ সুদ দেওয়া হবে। সাত দিন থেকে দশ বছর মেয়াদ এর ফিক্স ডিপোজিট করতে পারেন অতি প্রবীণ নাগরিকরা।