লক্ষাধিক প্রবীণ নাগরিককে উপহার দিল PNB, এখন থেকে অ্যাকাউন্টে আসবে আরও টাকা
প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকদের মেয়াদী আমানতের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অন্যতম বড় পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
যদি আপনিও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ নিজের একাউন্ট খুলে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশাল বড় সুখবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের সংস্থায় একাউন্ট খোলা সমস্ত বরিষ্ঠ নাগরিককে দিতে চলেছে একটি বড় উপহার। যারা এই ব্যাংকে সিনিয়র সিটিজেন ফিক্স ডিপোজিট একাউন্ট খুলেছেন তাদের আমানতকে আরো লাভজনক করার জন্য তাদের একাউন্টের সুদের হার আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে।
আপনাদের জানিয়ে রাখি সিনিয়র সিটিজেনদের জন্য এই ব্যাংকের তরফ থেকে কিছু বিশেষ নিয়ম কানুন জারি করা হয়েছে। অন্যদিকে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সমস্ত স্থায়ী আমানতের সুদের হার বৃদ্ধি করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, ব্যাংক ২ কোটি টাকা পর্যন্ত যে সমস্ত স্থায়ী আমানত রয়েছে তাদের সুদের হার ০.৩০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার হয়েছে ৬.৬০ শতাংশ এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার হয়েছে ৬.৯০ শতাংশ।
দুই কোটি টাকার কমের সমস্ত মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে শুরু করেছে। সাত দিন থেকে শুরু করে ১,১১১ দিন পর্যন্ত যে সমস্ত স্থায়ী আমানত এই মুহূর্তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চলে, সেই সমস্ত আমানতের ক্ষেত্রে অতিরিক্ত সুদের হার কার্যকর হয়ে গিয়েছে বিগত ১৩ সেপ্টেম্বর থেকে। সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেন সকলেই এই নতুন স্কিমের সুবিধা পেয়ে যাবেন। পাশাপাশি, ব্যাংকের তরফ থেকেও তাদেরকে দেওয়া হবে অতিরিক্ত বেশ কিছু সুবিধা।