PNB Recruitment: হবে সরাসরি নিয়োগ, বাড়িতে বসেই চাকরির সুযোগ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, এভাবে করুন আবেদন
দেশের বহু শিক্ষিত যুবক যুবতী কাজের খোঁজে ঘুরছেন হন্যে হয়ে। কর্মহীনদের জন্য এবার বড় সুখবর নিয়ে এল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। নিয়োগ চলছে এই পিএনবিতে। এই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবার বড় সুযোগ পেতে চলেছেন বেকার যুবক যুবতীরা। এটি এমন একটি কাজ যেখানে বাড়ির মহিলারাও যোগ দিতে পারবেন। বাড়ির কাজের ফাঁকেই দিব্যি করা যাবে এই চাকরি। শুধু তাই নয়, পিএনবির এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়াও রাখা হয়েছে খুবই সহজ। ডেস্কটপ, ল্যাপটপ লাগবে না কিছুই, মোবাইল ফোনের মাধ্যমেই আবেদন করা যাবে এই পোস্টে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফাইনান্সিয়াল অ্যাডভাইজার পদে আবেদন করা যাবে। এই পদে চাকরির জন্য কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যাবে এই চাকরির জন্য। নূন্যতম বয়স সীমা ১৮ বছর। তাই ছাত্রছাত্রী থেকে শুরু করে বাড়ির গৃহবধূ এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরাও আবেদন করতে পারবেন এই চাকরির জন্য। অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
আলাদা করে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না এই চাকরির জন্য। সরাসরি নিয়োগ হবে চাকরিতে। কীভাবে আবেদন করবেন এই চাকরির জন্য? পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে Start your journey as an advisor today এই ইন্টারফেসে ক্লিক করে তারপর Join Now তে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি খুলে যাবে সেখানে সমস্ত জরুরি তথ্য সঠিক ভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
এই চাকরিতে প্রথমে সরাসরি জয়েনিং হবে। তারপর প্রার্থীদের কাজের ব্যাপারে একটি প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর একটি টেস্ট পরীক্ষা হবে। সেখানে ট্রেনিং সংক্রান্ত সমস্ত প্রশ্নই থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরাসরি কাজ শুরু হয়ে যাবে। পিএনবির তথ্য অনুযায়ী, ফাইনান্সিয়াল অ্যাডভাইজাররা সম্পূর্ণ স্বাধীন ভাবেই কাজ করবেন। সময় মতো কাজ করতে পারবেন তারা। যে যত বেশি কাজ করবেন মাসের ভিত্তিতে বেতন তত বৃদ্ধি পাবে। রিপোর্ট অনুযায়ী, মাসে ১০-২৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন কর্মীরা। এছাড়া ভ্যাকেশনাল ট্রিপও পাবেন তারা।